১০.৭৩ সেকেন্ড! ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ওয়েবসাইটে ইমরানুর রহমানের প্রফাইল ঘেঁটে এমন বাজে টাইমিং আর পাওয়া যাবে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারির হিটে প্রথম হয়ে যিনি পরের রাউন্ডে যান, সেখানে প্যারিসে কিনা সেই হিটে ষষ্ঠ হলেন। এমন টাইমিংয়ে এর চেয়ে ভালো কিছু অবশ্য আশাও করা যায় না।
১০.১১ সেকেন্ড ছিল যাঁর ক্যারিয়ার সেরা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ডেও দৌড়েছেন, সেই ইমরানের কেন এই অবস্থা হলো স্বপ্নপূরণের অলিম্পিকে গিয়ে? ইমরানের দৌড় শেষে মিক্সড জোনে সেই প্রশ্নে উত্তর পেতে গিয়ে বিস্ময়কর তথ্যই পেয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা।