কেরালার ওয়েনাড় জেলার মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় বিধ্বংসী ভূমিধসের পর আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ জনে। এ ছাড়া আহত হয়েছে ২০০ জনেরও বেশি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ২৪০ জন। এক হাজার ২০০ জনকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।