NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুল ভবনে ধস, বহু হতাহত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুল ভবনে ধস, বহু হতাহত

নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে বেশ কয়েকজন শিশু নিহত হয়েছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার মালভূমি রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকালে স্কুল ভবন ধসে পড়ার সময় শিক্ষার্থীরা সেখানে ক্লাস করছিল। স্থানীয় এক টেলিভিশন স্টেশন শুক্রবার কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

তবে রেড ক্রসের একজন মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, অন্তত ২১ জন শিক্ষার্থী নিহত হয়েছে। 

 

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ার খবরও জানিয়েছে।

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি নিয়ে ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছানোর চেষ্টা করে।

ঘটনাস্থলের কিছু ছবিতে দেখা গেছে, কংক্রিটের বিল্ডিং ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষের চারপাশে বহু মানুষের ভিড়।

 

মালভূমির কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে বলেছেন, আনুমানিক ১২০ জন আটকা পড়েছে এবং অনেককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘সরকার আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে হাসপাতালগুলোকে নথিপত্র বা অর্থ ছাড়াই তাদের সেবা প্রদান করতে নির্দেশ দিয়েছে।’

রাজ্য সরকার এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য স্কুলের দুর্বল অবকাঠামো এবং নদী ধারে স্কুলটির অবস্থানকে দায়ী করেছে।

এমন ঝুঁকিতে থাকা সকল  স্কুলগুলোর বন্ধের আহবান জানানো হয়েছে।