NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

এক বিয়েতে কাড়ি কাড়ি অর্থ ঢালা মুকেশ আম্বানি কত সম্পত্তির মালিক?


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৪, ০৯:৫২ পিএম

এক বিয়েতে কাড়ি কাড়ি অর্থ ঢালা মুকেশ আম্বানি কত সম্পত্তির মালিক?

ছোট ছেলের বিয়ে ঘিরে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এখন ভারতের মুকেশ আম্বানি ও তার পরিবার। অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে ঢালছেন কাড়ি কাড়ি অর্থ। সাত মাসব্যাপী হওয়া এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের বড় বড় তারকাদেরও।

প্রাকবিবাহ অনুষ্ঠানমালার শেষে শুক্রবার (১২ জুলাই) চার হাত এক হচ্ছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের।

 

বিবাহ অনুষ্ঠানের পরও তিনদিন ধরে চলবে মুম্বাইতে আনন্দ আয়োজন, যার শুরু হয়েছিল সেই মার্চ মাসের শুরুতে গুজরাটে আম্বানিদের পৈতৃক ভিটা জামনগরে।

 

বিয়েতে অতিথির তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দেশের সব নামীদামী রাজনীতিবিদ। শাহরুখ-আমির-সালমানের মতো বলিউড তারকা থেকে শুরু করে হালের রণবীর কাপুর-আলিয়া ভাটের মতো তারকারাও বাদ নেই।

আবার ক্রিকেট তারকাদের বাদ দিয়েও ভারতে যে কোনো উৎসবই অসম্পূর্ণ, তা ছাড়া আম্বানি পরিবার নিজেরাই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসেরও মালিক। ফলে রোহিত শর্মা ও তার বহু সতীর্থও থাকবেন আসর আলো করে।

 

মাস চারেক আগে প্রাক-বিবাহ অনুষ্ঠানে গেয়েছেন পপ তারকা রিয়ানা, গত সপ্তাহে ‘সঙ্গীত’ অনুষ্ঠানে গাইতে দেখা গেছে জাস্টিন বিবারকেও।

গত মাসে বিয়ে উপলক্ষে আম্বানিরা তাদের অতিথিদের নিয়ে ভূমধ্যসাগরে এক লাক্সারি ক্রুজে বেরিয়েছিলেন, সেখানেও পারফর্ম করেছেন গায়িকা কেটি পেরি, ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ বা আন্দ্রিয়া বচেলির মতো তারকারা।

মুম্বাইয়ে অনুষ্ঠানের শেষ পর্বে এখন কারা মঞ্চ মাতাবেন, তা নিয়েও চলছে তুমুল জল্পনা-কল্পনা।

বিজ্ঞাপন

মার্চেই প্রাকবিবাহ আসরে দেখা গিয়েছিল মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ বা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো বিশ্ববিখ্যাত অতিথিদের।

মুম্বাইয়ের প্রধান বাণিজ্য এলাকার হৃদপিণ্ড বলা হয় বান্দ্রা-কুরলা কমপ্লেক্সকে (বিকেসি)। সেখানে জিও কনভেশন সেন্টারে ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত আম্বানিপুত্রের বিয়ের অনুষ্ঠান চলবে।

 

তার জেরে মুম্বাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত বিলাসবহুল হোটেলগুলোতেও লেগেছে দুর্মূল্যের ছোঁয়া। সেখানে যেসব রুম আগে দিনপ্রতি ১৩ হাজারে মিলতো, এখন তা লাখ রুপিতেও নাকি মিলছে না।

এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন কত সম্পত্তির মালিক ভারতীয় এই ধনকুবের। শুক্রবার (১২ জুলাই) ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে দেখা গেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই কর্ণধার ১১৯ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। তিনি শুধু ভারতের শীর্ষ ধনীই নন। সম্পত্তির দিক থেকে এশিয়ায়ও শীর্ষে রয়েছেন।

 

তাছাড়া বিশ্বের ধনীদের তালিকায় ১১তম অবস্থানে রয়েছেন মুকেশ আম্বানি। ১৩২ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তার আগে রয়েছেন ওয়ারেন বাফেট ও ১১৮ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তার পরে রয়েছেন মিশেল ডেল।