NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ইনিংস ব্যবধানে জয় ইংল্যান্ডের


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৪, ১২:৫০ পিএম

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ইনিংস ব্যবধানে জয় ইংল্যান্ডের

হাতে লাল বল আর সাদা স্যুটে আজকের পর আর কখনো আন্তজার্তিক খেলায় দেখা যাবে না জেমস অ্যান্ডারসনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দুই দশকেরও বেশি সময়ের ঝলমলে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই ইংলিশ পেসার। নিজের শেষ ম্যাচটি বেশ ভালোভাবেই রাঙিয়েছেন অ্যান্ডারসন। স্মৃতিপটে অতিশয় যত্নে জমা করার রাখার মতো একটি ম্যাচ খেলেছেন তিনি।

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ইনিংসের সঙ্গে ১১৪ রানের জয় পেয়েছে ইংলিশরা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে তারা। 

 

লন্ডনের লর্ডসে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়ে ১২১ রানেই সব উইকেট তুলে নেন ইংলিশ বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩৭১ রান তোলো বেন স্টোকসের দল। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বিদায়ী ম্যাচটি অ্যান্ডারসনের জন্যও ছিল দারুণ। দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট শিকার করেছেন এই তারকা পেসার। তবে সবাইকে ছাড়িয়ে এই ম্যাচে নায়ক হয়েছেন সদ্য অভিষেক হওয়া গাস অ্যাটকিনসন। যেন এক কিংবদন্তির বিদায় না হতেই আরেক ভবিষ্যৎ কিংবদন্তির আগমন। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন।

 

অ্যাটকিনসনকে এই ম্যাচে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন অ্যান্ডারসনই। এতেই যেন কপাল খুলে গেলো তার।

আজ শুক্রবার ২৫০ রান পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের তৃতীয় দিনে ক্যারিবিয়ানদের দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। ক্রেইগ ব্রাথওয়েট (২৬ বলে ৪) বোল্ড করে শুরুটা করেছিলেন অ্যান্ডারসনই। ৩৭ রানেই ৪ টপঅর্ডারকে হারায় ক্যারিবীয়রা। এরপর ৫৫ রানে ছিল না ৫ উইকেট।

ব্রাথওয়েটের পর আসা যাওয়ার মিছিলে ছিলেন মিক্যাইল লুইস (৪৯ বলে ১৪), ক্রিক ম্যাকেঞ্জি (৯ বলে ০), অ্যালিক অ্যাথানেজে (৪৭ বলে ২২) ও কাভিম হজ (৫ বলে ৪)।

 

প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন জেসন হোল্ডার জসুয়া ডি সিলভা। ৪০ বলে ২৪ রান করেই তাদের জুটি ভেঙে যায়।

১০ম উইকেটে গিয়ে ইনিংসের সর্বোচ্চ জুটি করে ওয়েস্ট ইন্ডিজ। গুদাকেশ মোতি ও জয়ডেন সিয়ালস মিলে ২৯ বলে ৩৩ রান করেন। এতে সব উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের স্কোর দাঁড়ায় ১৩৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৩১ রান করেন মোতি।

 

এই ইনিংসে ৬৫ রান খরচায় ৫ উইকেট শিকার করেন অ্যাটকিনসন। ১৬ ওভার বোলিং করে ২ ইকোনমিতে ৩২ রানে ৩ উইকেট নেন অ্যান্ডারসন। ২ উইকেট পান স্টোকস।