NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে ফিরল ভারত


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০৬:০৮ এএম

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে ফিরল ভারত

জিততে হলে রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। এর আগে কখনো ২০০ বা তারবেশি রান তাড়া করে কখনো জয়ের রেকর্ড নেই জিম্বাবুয়ের। সেখানে আজ ২৩৫ রান তাড়া করে জিততে হতো তাদের।

এমন লক্ষ্য তাড়া করাটা যে তাদের জন্য একটু অসম্ভবের সেটা ম্যাচ শেষেও প্রমাণ পাওয়া গেল।

হারারেতে লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৪ রানেই অলআউট জিম্বাবুয়ে। স্বাগতিকদের ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম ম্যাচ হারার প্রতিশোধই নিল ভারত। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতায়ও ফিরেছে শুবমান গিলের দল।

 

ম্যাচের ফল ভারতের ব্যাটিং ইনিংস শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে ‘ডাক’ মারা অভিষেক শর্মার রেকর্ড সেঞ্চুরিতে ২৩৪ রানের সংগ্রহে। পরে বোলিংয়ে জয়ের বাকি কাজটুকু সেরেছেন ভারতের বোলাররা। 

 

আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দলের অধিনায়ক গিলকে হারিয়ে ভারতে ধাক্কা খেলেও সেটা কাটিয়ে উঠতে সময় লাগেনি তাদের। বরং বলা ভালো, ঋতুরাজ গায়কোয়াড়কে সঙ্গী করে জিম্বাবুয়ের বোলারদের উপর ধ্বংসযজ্ঞই চালিয়েছেন অভিষেক।

বলের হিসেবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করে তবেই থেমেছেন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ৪৭ বলে ১০০ রানের ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ৮ ছক্কায়।

 

ভারতের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড গড়েছেন অভিষেক। তার চেয়ে কম ইনিংসে আর কোনো ব্যাটার সেঞ্চুরি করতে পারেনি। তৃতীয় ইনিংসে সেঞ্চুরি করে আগের রেকর্ডের মালিক ছিলেন দীপক হুডা।

তার আউটের পর বাকি ওভারে ঝড় বইয়ে দিয়েছেন গায়কোয়াড় (৭৭*) ও রিংকু সিং। গায়কোয়াড়ের ১১ চার ও ১ ছক্কার বিপরীতে রিংকু ২১৮.১৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৫ ছক্কায়।

 

লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের ইনিংসের তৃতীয় বলেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ব্যক্তিগত ৪ রানে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ইনোসেন্ট কাইয়া। দ্বিতীয় উইকেটে ৩৬ রানের ‍জুটি গড়ে ধাক্কাটা সামাল দিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে এবং ব্রায়ান বেনেট। তবে ব্যক্তিগত ২৬ রানে বেনেট আউট হওয়ার পরেই জিম্বাবুয়ের ব্যাটিং ধস শুরু হয়।

দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো দলটি মুহূর্তেই ৪৬ রানে ৪ উইকেট হারায়। সেই ধাক্কা পরে আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকেরা। দলের হয়ে শুধু ব্যবধানটাই কমাতে পেরেছেন মাধেভেরে ও লুক জঙ্গুইয়ে। নয়ে নামা জঙ্গুইয়ের ৩৩ রানের বিপরীতে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন মাধেভেরে। ভারতের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও আভেষ খান।