নেপালে প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশজুড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলা দলগুলো নিখোঁজ ৯ জনকে খুঁজছে। দেশটির পুলিশ রবিবার এ তথ্য জানিয়েছে।
নেপালের কিছু অংশে বৃহস্পতিবার থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে।
খবর প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৪, ১২:০৫ এএম
নেপালে প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশজুড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলা দলগুলো নিখোঁজ ৯ জনকে খুঁজছে। দেশটির পুলিশ রবিবার এ তথ্য জানিয়েছে।
নেপালের কিছু অংশে বৃহস্পতিবার থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে।
অন্যদিকে প্রতিবেশী ভারতে বন্যা ও বাংলাদেশে নদীর পানি বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুই দেশে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের সীমান্তবর্তী নিচু এলাকার বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত মাসে নেপালে ভূমিধস, বজ্রপাত ও বন্যায় ভয়াবহ ঝড়ে ১৪ জন নিহত হয়।