NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

‘তুমি না থাকলে এত কিছু সম্ভব হত না’- আনুশকাকে উদ্দেশ্য করে বিরাট


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০৩:০৯ এএম

‘তুমি না থাকলে এত কিছু সম্ভব হত না’- আনুশকাকে উদ্দেশ্য করে বিরাট

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর  স্বামী বিরাট কোহলির উদ্দেশে বার্তা লিখেছিলেন পত্নী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি অনুষ্কার প্রতি তার ভালবাসার কথা জানিয়ে এবার সেই বার্তার জবাব দিলেন স্বামী কোহলি।এটাও লিখেছেন, আনুষ্কা না থাকলে এত কিছু হয়তো সম্ভব হত না।

কোহলি সেই পোস্টে লিখেছেন, “তুমি (আনুশকা) না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না।

তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার।
ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।”

 

আনুশকা ইনস্টাগ্রামে বিরাটের একটি ছবি দেন। সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাটকে।

সঙ্গে আনুশকা লেখেন, “এই মানুষটাকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এবার যাও, এক গ্লাস জল নিয়ে উৎসব করো।”