এ বছরই বিচ্ছেদ হয়েছে চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি ও রাকিব সরকারের। সংসার জীবনের দ্বিতীয় বিচ্ছেদ এই তারকার। প্রেম করেই বিয়ে হয়েছিল রাকিব সরকারের। কিন্তু প্রেমের বিষয়টি এতদিন বেশ অজানাই ছিলো।
খবর প্রকাশিত: ০১ জুলাই, ২০২৪, ০১:২৫ পিএম
এ বছরই বিচ্ছেদ হয়েছে চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি ও রাকিব সরকারের। সংসার জীবনের দ্বিতীয় বিচ্ছেদ এই তারকার। প্রেম করেই বিয়ে হয়েছিল রাকিব সরকারের। কিন্তু প্রেমের বিষয়টি এতদিন বেশ অজানাই ছিলো।
এক ভিডিও সাক্ষাৎকারে সেই গল্পই করেছেন নায়িকা। মাহিয়া মাহি বলেন, ‘ওর আর আমার মধ্যে শুধু বন্ধুত্ব ছিল। আমাদের ৮ থেকে ৯ জনের একটা গ্রুপ আছে।
অভিনেত্রী আরও বলেন, ‘যখন নিউজ শুরু হলো, তখন থেকেই চিন্তা করলাম, ও যেহেতু সিঙ্গেল, আমিও সিঙ্গেল।
যদিও মাহির সঙ্গে রাকিবের বিয়ের আড়াই বছরের মাথায় সংসার ভেঙে গিয়েছে। আলাদা হয়ে যাওয়ার পর বর্তমানে সন্তান ফারিশকে নিয়ে আছেন অভিনেত্রী। শোবিজ অঙ্গনেও নিয়মিত হওয়ার চেষ্টা করছেন। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার টিকেছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী/