NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

প্যারাগুয়ের বিপক্ষে জয়ের খোঁজে ব্রাজিল


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৩:৫২ এএম

প্যারাগুয়ের বিপক্ষে জয়ের খোঁজে ব্রাজিল

কোপা আমেরিকার মাঠ নিয়ে আর্জেন্টিনা অভিযোগ করেছে। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দরিভাল জুনিয়রকেও এটা নিয়ে চিন্তিত দেখা গেছে। তাঁর চিন্তার কারণ অবশ্য মাঠের মান নয়, মাঠের মাপ। মূলত আমেরিকান ফুটবলের (এনএফএল) জন্য তৈরি এই মাঠগুলো ফিফার আন্তর্জাতিক মাপ থেকে কিছুটা ছোট।

এখানে ‘লো ব্লক’ করা দলগুলোর বিপক্ষে জায়গা বের করা তাই আরো কঠিন, দ্রুত প্রতি-আক্রমণের ঝুঁকি থাকে।

 

কোস্টারিকার জমাট রক্ষণ ভাঙতে না পারা ব্রাজিলকে আবারও সেই সমস্যার মুখে পড়তে হতে পারে প্যারাগুয়ের বিপক্ষে। কলম্বিয়াকে প্রথম আধাঘণ্টা সেভাবেই আটকে রেখেছিল ড্যানিয়েল গারনেরোর দল। ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত ২-১ গোলে হারে তারা।

তবে ব্রাজিলকে কোপায় গত পাঁচ খেলায় তারা জিততে দেয়নি নির্ধারিত সময়ে। তার মধ্যে একটি জয় ২০০৪ সালে, পরের চার ম্যাচের তিনটি গড়ায় টাইব্রেকারে। গ্রুপ পর্বে সেই সুযোগ নেই। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ব্রাজিল তাই জিততে চাইবে।
কলম্বিয়া এই মুহূর্তে সেরা সময় পার করছে। সর্বশেষ ২৪ ম্যাচে অপরাজিত দলটি রয়েছে টানা ৯ ম্যাচ জয়ের ধারায়। তাই প্যারাগুয়েকে হারিয়েই শেষ আটের রাজপথে ওঠা সেলেসাওদের জন্য নিরাপদ!

 

ব্রাজিলের রক্ষণভাগের গুইলের্মে আরানা বলেছেন, দলের মানসিকতা ইতিবাচক, ‘কোস্টারিকা ম্যাচের পর কোচ আমাদের খেলার প্রশংসা করেছেন। আমরাও ইতিবাচক আছি। শুরুতে প্রত্যাশিত ফল হয়তো পাইনি।

কিন্তু এখনো দুটি ম্যাচে ভালো সুযোগ আছে আমাদের।’ প্রথম ম্যাচে গোল বাদে সব কিছুই ছিল ব্রাজিলের পক্ষে। প্যারাগুয়ের বিপক্ষে জিততে হলে সেই গোলটাই পেতে হবে আগে। প্রতিপক্ষ এদিনও নিশ্চিত কাজটা কঠিন করে তুলতে চাইবে।