NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

নাটকীয় জয়ে দ্বিতীয় রাউন্ডে তুরস্ক


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০২:৫৪ পিএম

নাটকীয় জয়ে দ্বিতীয় রাউন্ডে তুরস্ক

শেষ সময়ের গোলে চেকিয়াকে (চেক প্রজাতন্ত্রের নতুন নাম) ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। ২ জয় ১ হারে ইউরো চ্যাম্পিয়নশিপে এফ-গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।

শেষ ষোলোতে জায়গা পেতে হলে তুরস্কের বিরুদ্ধে জিততে হত চেকিয়াকে। ফলে প্রথমার্ধের শুরুতে তুরস্ককে চাপে রেখে আক্রমণাত্মক খেলা শুরু করে তারা।

কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে ভুল করেন চেকিয়ার অ্যান্টনিন বারাক। কয়েক মিনিটের ব্যবধানে জোড়া হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ১০ জনের দল নিয়েও তুরস্ককে প্রথমার্ধে আটকে রেখেছিল চেকরা।বিরতির আগে ভাল সুযোগ পায় চেকিয়া।
জুরাসেকের শট বাঁচান তুরস্কের গোলরক্ষক গুনক। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ কাজে লাগায় তুুরস্ক। 
৫১ মিনিটের মাথায় ইয়েলদিজ়ের শট চেকিয়ার গোলরক্ষক স্টানেক ঠেকিয়ে দিলেও ফিরতি বল পান হাকান কালহানগলু।

তার ডান পায়ের শটে বল জালে জড়ালে এগিয়ে যায় তুরস্ক। তবে পিছিয়ে পড়েও আক্রমণ থামায়নি চেকিয়া। ৬৬ মিনিটে তুরস্কের গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে গোল করে সমতা ফেরান সুচেক। শেষ মুহূর্তে তুরস্কের ত্রাণকর্তা হয়ে আসেন চেঙ্ক তসুন। যোগ করা সময়ের শেষ মুহুর্তে দুর্দান্ত গোল করে ব্যবধান (২-১) বাড়ান তিনি।
জিতে নেয় তুরস্ক। খেলা শেষে মাঠে ঝামেলা হয়। ধাক্কাধাক্কিতে জড়ান দু’দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা। পরিস্থিতি সামলাতে চেকিয়ার আর এক ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি।

 

শেষ ষোলোতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তুরস্ক। অন্য দিকে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে চেকিয়ার