এর আগে দেওয়া ভাষণে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদি বলেন, আগামীকাল (আজ) ভারতীয় গণতন্ত্রের কালো অধ্যায়ের ৫০ বছর পূর্ণ হবে। ভারতীয় সংবিধানকে কিভাবে ছুড়ে ফেলা হয়েছিল, দেশকে কিভাবে কারাগারে পরিণত করা হয়েছিল এবং গণতন্ত্রকে বন্দি করা হয়েছিল, তা নতুন প্রজন্ম কখনোই ভুলবে না। এই ৫০তম বার্ষিকীতে দেশবাসীকে শপথ নিতে হবে, এমনটা আর কখনোই হবে না।
বিরোধীদের কঠোর বার্তা দিয়ে মোদি বলেন, ভারতের একটি দায়িত্বশীল বিরোধী দল প্রয়োজন। জনগণ কাজ চায়, স্লোগান নয়। তারা সংসদে নাটক ও গোলযোগ নয়, বিতর্ক চায়। আশা করছি, বিরোধী দল জনগণের প্রত্যাশা পূরণ করবে।
মোদির কটাক্ষের জবাবে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশবাসীর আশা ছিল, প্রধানমন্ত্রী প্রশ্নপত্র ফাঁস, পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা অথবা মণিপুরের সহিংসতা নিয়ে কথা বলবেন।
খাড়গে বলেন, ‘আপনি (মোদি) বিরোধীদের সতর্ক করছেন। আপনি ৫০ বছর পুরনো জরুরি অবস্থার কথা বলছেন, কিন্তু গত ১০ বছরের অঘোষিত জরুরি অবস্থার কথা ভুলে গেছেন। জনগণ মোদির বিরুদ্ধে রায় দিয়েছে। ইন্ডিয়া জোট সংসদ ও সংসদের বাইরে জনগণের আওয়াজ তুলে ধরবে।’