NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

রাজের কথা মনে করে কাঁদলেন পরীমনি


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৪, ০৬:৩০ পিএম

রাজের কথা মনে করে কাঁদলেন পরীমনি

বিভিন্ন সময়ে নানা কাজের জন্য আলোচনায় থাকেন অভিনেত্রী পরীমনি। নিজের ব্যক্তিগত জীবন, সংসার নিয়েও কোনো রাখঢাকে যান না তিনি। কথা বলতেও কাউকে ছাড়েন না। তবে এবার নিজেই কাঁদলেন ছেড়ে আসা সম্পর্কের সুত্র ধরে।

 

বছর তিনেক আগে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। বিয়ের পরের বছরই মা হন এই অভিনেত্রী। তাদের সংসারে আসে এক পুত্রসন্তান। যদিও সে সংসার বেশি দিন টেকেনি।

তবে বিচ্ছেদের পর এখন ছেলে পুণ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। সব ব্যস্ততাও তাকে ঘিরে। সিঙ্গেল মাদার হিসেবে পুত্রকে বড় করছেন এই নায়িকা।

 

রাজ-পরীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর।

তাদের বিচ্ছেদের পর কাদা ছোড়াছুড়ি কম হয়নি। বলা যায়, রাজ নামটি শুনলেও যেন বিরক্ত হন পরীমণি। এবার রাজের সঙ্গে ধারণ করা পুরোনো একটি ভিডিও দেখে কাঁদলেন পরীমণি।

 

ঈদুল আজহা উপলক্ষে দেশের একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরীমণি। এর আগে একই অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থায় রাজকে নিয়ে হাজির হয়েছিলেন পরীমণি।

আর সেই ভিডিওর অংশ বিশেষ দেখে কয়েক ফোঁটা চোখের জল ফেলতে দেখা যায় এই অভিনেত্রীকে।

 

চোখের জল মুছে নিজেকে কিছুটা সামলে নিয়ে পরীমণি বলেন, এটা আমার জীবনের সুইট পার্টের মধ্যে একটি। হাতেগোনা জীবনের তিনটি পার্টের কথা যদি বলা হয়, তারমধ্যে এই জার্নি একটা। সত্যি বলতে, ওই সময়গুলো আমার রূপকথার মতো কেটেছে। ওই মানুষটা (রাজ) আমার কাছে ফেরেশতা সমান। এখনকার মানুষটির (রাজ) সঙ্গে মেলালে হবে না কিন্তু! কারণ ওই মানুষটা (রাজ) বর্তমানে আলাদা।

রাজের কথা বললেন। এটা কেন হলো? তৃতীয় কোনো ব্যক্তির কারণে কী এটা হয়েছে? জবাবে পরীমণি বলেন, সেটা আমি জানি না। আর এটা নিয়ে বলতে গেলে আবার সালিশ-বিচার হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে আর কথা বলতে চাই না। আমাকে যদি বলা হয়, জীবনের কোন মুহূর্তটা মমি করে রাখতে চান, তাহলে বলব— আমার গর্ভকালীন সময়টা। শুধু গর্ভকালীন নয়, এই মানুষটার (রাজ) সঙ্গে কাটানো সময়টাও।