একজন ইরানি নাগরিককে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। তাকে ৩ জুন আটক করা হয়েছে। এই বিষয়টি বৃহস্পতিবার (২০ জুন) জানিয়েছে দেশটির পুলিশ। প্যারিস ও তেহরানের উত্তেজনার মধ্যে এটিকে রাজনৈতিক বলে নিন্দা করেছেন আটক ব্যক্তির আইনজীবী।
খবর প্রকাশিত: ২১ জুন, ২০২৪, ০৮:৪৫ এএম
একজন ইরানি নাগরিককে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। তাকে ৩ জুন আটক করা হয়েছে। এই বিষয়টি বৃহস্পতিবার (২০ জুন) জানিয়েছে দেশটির পুলিশ। প্যারিস ও তেহরানের উত্তেজনার মধ্যে এটিকে রাজনৈতিক বলে নিন্দা করেছেন আটক ব্যক্তির আইনজীবী।
লন্ডনভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বশির বিজার হচ্ছেন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবির সাবেক কর্মকর্তা। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।
বিজারকে ফ্রান্সের ডিজোন শহর থেকে আটক করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সূত্র এএফপিকে বলেছে, বিজারের বিরুদ্ধে বহিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। কারণ তিনি প্রকাশ্যে ফরাসি বিরোধী মন্তব্য করেছিলেন। কোন ধরনের মন্তব্য করেছিলেন তা উল্লেখ করেনি।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে সময় ফিলিস্তিনিদের সমর্থন করে গত কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন বিজার।
তার ফরাসি আইনজীবী রাচিদ লেমুদা এএফপিকে বলেন, আইনের পরিপ্রেক্ষিতে এমন কিছুই নেই যা এই আটককে সমর্থন করে। বিজার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, যে কেউ আইনের শাসন দ্বারা পরিচালিত রাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারে।
বিজার অনশন শুরু করতে চান বলে জানিয়েছেন, তার প্রশাসনিক আটকের মেয়াদ ৬ জুন ২৮ দিন বাড়ানো হয়েছিল।
আইনজীবী বলেন, ‘আমি এমন কিছুই দেখিনি যা এই আটককে সমর্থন করে।
এদিকে তিন ফরাসী নাগরিক ইরানে বন্দি করে রাখা হয়েছে। এটিকে রাষ্ট্রীয় জিম্মি হিসেবে বর্ণনা করেছে ফ্রান্স। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইরানে বন্দি লুই আর্নাউডকে গত সপ্তাহে মুক্তি দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই মাসের শুরুতে বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব বিজারের মুক্তির আশা করছেন তিনি। তা না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চালিয়ে যাবেন তিনি।
ইরানি হাই কাউন্সিল ফর হিউম্যান রাইটসের প্রধান কাজেম ঘারিবাদি এক্সে বলেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার জন্য ফ্রান্সের পুলিশ একজন ইরানী নাগরিককে গ্রেপ্তার করেছে। এটি মানবাধিকারের ক্ষেত্রে ফ্রান্সের জন্য আরেকটি কলঙ্ক।