NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

সুপার এইট প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ‘ম্যাজিক’ দেখাবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৪, ১২:৪৩ পিএম

সুপার এইট প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ‘ম্যাজিক’ দেখাবে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের আগে আইসিসি যে শিডিউল চূড়ান্ত করেছিল, তাতে বিবেচনা করা হয়েছে গ্রুপ-এ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে আসবে পাকিস্তান। কিন্তু সবাইকে জাদুর প্রদর্শনী দেখিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে ছিটকে ফেলে সেরা আটে জায়গা করে নিয়েছে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলটি।

আজ বুধবার অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র্র। পাকিস্তানকে হারিয়ে যেভাবে চমকে দিয়েছে স্বাগতিকরা, তাতে আজ প্রোটিয়াদের বিপক্ষে নতুন কোনো ম্যাজিক দেখা যাবে কি না, সেটি দেখার অপেক্ষা ক্রিকেটভক্তদের।

 

চলতি বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় মনে হচ্ছে, আজ আরও একটি ম্যাজিক দেখাতে পারে যুক্তরাষ্ট্র। কারণ, এই বিশ্বকাপে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে নিজেদের চেনা রূপ দেখাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা অপরাজিত থেকে সুপার এইটে উঠলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি ৩ ম্যাচে তাদের পড়তে হয়েছে অস্বস্তিতে। যদিও শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা। অপরদিকে যুক্তরাষ্ট্রকে দেখাচ্ছে দারুণ আত্মবিশ্বাসী।

নেদারল্যান্ডসের বিপক্ষে ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে ৪ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ তাদের বেঁধে ফেলেছিল ৬ উইকেটে ১১৩ রানে। যদিও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৪ রানের জয় পেয়েছে। এরপর নেপালের মতো দলের বিপক্ষে প্রোটিয়াদের জয় মাত্র ১ রানের।

 

পাওয়ার প্লেতে এই বিশ্বকাপে অনুজ্জ্বল দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে হারিয়েছে ১১ উইকেট। এই পর্যায়ে উইকেট হারানোর দিক থেকে তাদের আগে আছে কেবল উগান্ডা ও পাপুয়া নিউগিনি। এছাড়া ইনিংসের প্রথম ৬ ওভারে ১০০ স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারেনি কোনো প্রোটিয়া ব্যাটার।

 

অন্যদিকে পাকিস্তান ও কানাডার বিপক্ষে নিজেদের ব্যাটিংয়ের জোর দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ভারতের বিপক্ষেও লড়াই করেছে স্বাগতিকরা। অ্যারন জোনস, সৌরভ নেত্রাভলকার ও মোনাঙ্ক প্যাটেলরা আছেন দারুণ ছন্দে। সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একটি ম্যাজিক দেখাতেই পারে যুক্তরাষ্ট্র। তার জন্য অপেক্ষা করতে হবে আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময়)।