NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

প্রতারণার অভিযোগ শিল্পা-রাজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৪, ১১:২৭ পিএম

প্রতারণার অভিযোগ শিল্পা-রাজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা আবারও বিতর্কে জড়িয়েছেন। এ তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন বুলিয়ন (সোনা, রূপোর ব্যবসার জন্য বিশেষ প্ল্যাটফর্ম) ব্যবসায়ী পৃথ্বীরাজ কোঠারি। তাদের বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বাই দায়রা আদালত।

‘সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পা ও রাজ। ২০১৪ সালে এই সংস্থার অধীনে একটি ব্যবসা চালু করা হয়। সোনায় বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের বড় অংকের লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। মেয়াদ শেষে সোনার বাজার মূল্য যা-ই থাকুক সেই হারেই সোনা ফেরত দেওয়া হবে।

 

অভিযোগে জানা যায়, সেই ব্যবসায় বিনিয়োগ করেছিলেন পৃথ্বিরাজ কোঠারি। তার দাবি তিনি সরাসরি তারকা দম্পতির সঙ্গে দেখা করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। পরে বিনিয়োগ করেছিলেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে বেঁকে বসে রাজ-শিল্পার প্রতিষ্ঠান। প্রায় নব্বই লাখ রুপির প্রতারণা করা হয়েছে বলে দাবি করেছেন কোঠারি।

 

৫ বছর মেয়াদের একটি ব্যবসায় বিনিয়োগ করেছিলেন কোঠারি। সেই অনুযায়ী ৫ হাজার গ্রামের ২৪ ক্যারাট সোনা তার পাওয়ার কথা ছিল। ২০১৯ সালের ২ এপ্রিল মেয়াদ সম্পূর্ণ হলেও প্রাপ্য সোনা তিনি পাননি। জানা গেছে, সব জরুরি নথিতে শিল্পা ও রাজের স্বাক্ষর রয়েছে।

 

বিচারক এনপি মেহতা বান্দ্রা কুরলা কমপ্লেক্সকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে শিল্পা-রাজের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এ শিল্পা-রাজের পক্ষ থেকে ঘটনা নিয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি।