NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ‘সেঞ্চুরি’ ক্লাবে জাম্পা


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০১:০৮ এএম

প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ‘সেঞ্চুরি’ ক্লাবে জাম্পা

টি- টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।  অস্ট্রেলিয়ার ৯ উইকেটের জয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্য্যডাম জাম্পা। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকের স্পর্শ করেছেন জাম্পা। গড়েছেন অনেক রেকর্ড

 নামিবিয়ার বিপক্ষে নিজের শেষ ওভারের শেষ বলে বার্নার্ড শুলজকে বোল্ড আউট করে এ সংস্করণে দেশের হয়ে শততম উইকেটের দেখা পান জাম্পা। ৮৩ ম্যাচে ৮২ ইনিংসে বল করে ১০০ উইকেটের দেখা পেলেন তিনি। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫তম বোলার হিসেবে মাইলফলকটির দেখা পেলেন তিনি। 

জাম্পার আগে পাঁচজন লেগ স্পিনার এই ‘ক্লাব’-এ নাম লিখিয়েছেন।

অর্থাৎ জাম্পা এ তালিকায় ষষ্ঠ লেগ স্পিনার। পেসার আছেন সাতজন। বাকি দুজন বাঁহাতি স্পিনার—সাকিব আল হাসান ও মিচেল স্যান্টনার।

 

 টি-টোয়েন্টিতে বাংলাদেলের হয়ে শততম উইকেটের দেখা পেয়েছেন দুজন—সাকিব ও মোস্তাফিজুর রহমান।

১২৪ ম্যাচে ১৪৬ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। সর্বোচ্চ উইকেট টিম সাউদির। ১২৩ ম্যাচে ১২০ ইনিংসে বল করে ১৫৭ উইকেট এই পেসারের। ৯৮ ম্যাচে ১২৩ উইকেট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে মোস্তাফিজ ।

 


এই ম্যাচে  জাম্পা আরো কিছু রেকর্ড গড়েছেন।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট (৩১ উইকেট) এখন জাম্পার। দ্বিতীয় স্থানে চলে যাওয়া মিচেল স্টার্কের উইকেট ২৯ টি। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় তৃতীয় জাম্পা। ৩ ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। ২ ইনিংসে ৯ উইকেট নিয়ে শীর্ষে আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি।

 

 ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার (৫ বার) ম্যাচসেরা হওয়ার তালিকায় জাম্পা এখন যৌথভাবে দ্বিতীয়।  জয়াবর্ধনে, ওয়াটসন ও গেইলও সমান পাঁচবার করে ম্যাচসেরা হয়েছেন। সর্বোচ্চ ৭ বার ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি।