NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

লক্ষ্মীপুরে জমি জবরদখলের চেষ্টা, মামলা দিয়ে হয়রানি!


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:১৮ এএম

লক্ষ্মীপুরে জমি জবরদখলের চেষ্টা, মামলা দিয়ে হয়রানি!

 

 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের তেয়ারীগঞ্জ সোয়া ২ শতাংশ জমি খরিদ করে ভোগ দখলের ৩০ বছর পরে সামনের জমি জবর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

 

বিনোদ ধর্মপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী রিনা বেগম তার ননদের কাছ থেকে ২ শতাংশ জমি খরিদ করে প্রায় ৩০ বছর পূর্বে। সে জমির সামনে ওয়াপদা বেড়িবাঁধ, মধ্যখানে মৃত আবুল কালামের স্ত্রী বকুল বেগমের সম্পত্তি। এই সম্পত্তি জবর দখলের চেষ্টা করলে স্থানীয় পর্যায়ে কয়েক দফায় সালিশ বৈঠক শেষে থানা পুলিশ ও সিভিল কোর্ট কমিশনারের মাধ্যমে দফায় দফায় সালিশ বৈঠক হয়। দীর্ঘ বৈঠক শেষে যার যার হিসসা অনুযায়ী মাপ যোগ করে বুঝিয়ে দেওয়া হয়। তথাপিও রিনা বেগমের ছেলে মোসলেহ উদ্দিন রাত সাড়ে বারোটার দিকে জোর করে ট্রাকভর্তি বালু ফেলতে চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে আলতাফ হোসেন, রুবেল হোসেন, মরিয়ম বেগমের উপর হামলা চালায় মোসলেহ উদ্দিন ও তার সঙ্গীওরা। এ সময় মারাত্মক রক্তাক্ত জখম হলে আলতাফ হোসেন ও তার পুত্রবধূ মরিয়ম বেগমের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

 

তথাপিও রিনা বেগম বাদী হয়ে আলতাফ হোসেন, রুবেল হোসেন, মরিয়ম বেগম, বকুল বেগম, আব্দুর রহিম, আবুল কাশেম ও দেলোয়ার হোসেনকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে। ঘটনাস্থলে তারা ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবুও তাদের হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করেন। শুধু তাই নয় রিনা বেগমের পুত্র মোসলেহ উদ্দিনের স্ত্রী তামান্না আক্তার প্রকাশ তানিয়াকে দিয়েও মামলা দিয়ে হয়রানি করায় বলে আলতাফ হোসেন অভিযোগ করেন। মামলার সাক্ষী মহিন উদ্দিন বলেন'আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম না এবং দেলোয়ার নামের যাকে আসামি করা হয়েছে সেও ছিল না। আমি এ বিষয়ে কিছুই জানিনা।'