NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইন্সটাগ্রাম থেকে আজম খানের ছবি গায়েব


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ০৩:২৭ পিএম

ইন্সটাগ্রাম থেকে আজম খানের ছবি গায়েব

সমালোচনা পিছু ছাড়ছে না পাকিস্তারে উইকেটকিপার ব্যাটার আজম খানের। অবশ্য সমালোচনাটাই তার নিত্যসঙ্গী। স্থুলকায় শরীর নিয়ে বারবার সাংবাদিক আর নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে তাকে। তাকে নিয়ে সমালোচনা করা থেকে বাদ যাননি পাকিস্তানের সাবেকরাও।

 

 


ইংল্যান্ড সিরিজে বাজে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বাজে পারফরম্যান্স সেই সমালোচনা আরো উসকে দিয়েছে। এমনকি ইংল্যান্ড সাথে সিরিজ চলাকালে এক সাংবাদিক চ্যালেঞ্জ করেছিলেন বিশ্বকাপে তার জায়গা পাওয়া নিয়ে। সঙ্গে সঙ্গেই অবশ্য প্রতিবাদ করেছিলেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান। জানিয়েছেন কোচ গ্যারি কার্স্টেন এবং অধিনায়ক বাবর আজম সিপিএলের পারফরম্যান্স বিবেচনায় দলে রেখেছেন আজম খানকে।

 

 

এতসব বিতর্কের মাঝে এবার নতুন কান্ড করলেন কিংবদন্তি উইকেটরক্ষক মঈন খানের ছেলে আজম খান। আচমকাই সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম থেকে সব ছবি এবং ভিডিও ডিলিট করে ফেলা হয়েছে। তবে এটা কি আসলেই আজম খান করেছেন, নাকি তার এই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্যই জানা যায়নি।

ইন্সটাগ্রামে নিয়মিতই ছবি ভিডিও আপ্লোড করেন তিনি।

তরে এখন সব গায়েব। এ ব্যাপারে তাকে কোনো মন্তব্য করতেও দেখা যায়নি। 

 

বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজ লিগে সুনাম কুড়িয়েছেন আজম খান। মারকুটে ব্যাটিং আর ফিনিশিং রোলে কার্যকারীতার জন্য নামডাক আছে তার। তবে জাতীয় দলের হয়ে সেই অর্থে নিজেকে প্রমাণ করা হয়নি তার।

২০২১ সালের জুলাইয়ে অভিষেক হয়। এরপর থেকে এখন পর্যন্ত জাতীয় দলে নিজেকে থিতু করার চেষ্টা চলছে তার। 

 

পাকিস্তানের জার্সিতে আজম খান এ পর্যন্ত খেলেছেন ১২ ম্যাচ। গড়ে ৯.৭ করে মোট ৮৮ রান করেছেন তিনি।