NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

আর্থিক সংকটে সিগারেট ভাগ করে খেতেন মনোজ-শাহরুখ


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৪, ০৭:১২ এএম

আর্থিক সংকটে সিগারেট ভাগ করে খেতেন মনোজ-শাহরুখ

সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভাইয়া জি’ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন বলিউডের আইকনিক অভিনেতা মনোজ বাজপাই। তার ভাইয়া জি। যদিও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি তবে সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটির প্রচারে কোনো কমতি রাখেননি মনোজ বাজপাই।

ছুটিছেন সব জায়গায়।  ভাইয়া জি’র প্রচারের সময় নিজের জীবনের অনেক অজানা গল্পও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেতা। যেখানে ওঠে এসেছে শাহরুখ খানের নামও।

 

সম্প্রতি সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে গিয়ে মনোজ জানিয়েছেন, শাহরুখ খানের সঙ্গে প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করেছেন।

দুজনেই দিল্লির থিয়েটার গ্রুপ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। দুজনেই তখন ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করার লড়াই লড়ছেন। তখন হাতে টাকা-পয়সাও খুব একটা থাকত না। তাই সিগারেট শেয়ার করে খেতেন শাহরুখ-মনোজ।

 

1
মনোজ বাজপাই ও শাহরুখ খান

সাক্ষাৎকারে মনোজ বলছেন, ‘থিয়েটার গ্রুপে কেউ একা ধূমপান করেন না। কেউ গোটা একটা সিগারেট একা শেষ করতে পারেন না। কারণ আর্থিক ভাবে সেই ক্ষমতাই থাকে না। তাই ধূমপান করার সময় একসঙ্গে চার-পাঁচ জন থাকতেন।’

অভিনেতা বলেন, ‘কখনও টাকা থাকলে এক প্যাকেট বা একটা সিগারেট যদিও বা কিনতাম, তা একা শেষ করা হত না।

কারণ, অন্যরা আমার সঙ্গে আগে সিগারেট ভাগ করে নিয়েছেন। তাই এবার আমার পালা।’ 

 

মুম্বাই যাওয়ার আগে কয়েক মাসই এই নাট্যদলে ছিলেন শাহরুখ। কিন্তু শেখর কাপুরের ‘ব্যান্ডিট কুইন’-এ কাজ করার পরেই দিল্লি ছেড়ে মুম্বাই পাড়ি দেন মনোজ বাজপাই। শাহরুখের নিজের গন্তব্যের পেছনে ছোটেন। এরপরের গল্প সবারই জানা। আজ দুজনেই বলিউডের প্রতিষ্ঠিত দুই তারকা। সেই সঙ্গে দুজনের বন্ধুত্বও অটুট রয়েছে। প্রায়ই একে অন্যকে নিয়ে করা সম্মানসূচক মন্তব্যেই যার প্রমাণ মেলে।