NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

সংযুক্ত আরব আমিরাতের ৭১ হাজার শিক্ষার্থী চীনা ভাষা অধ্যয়ন করছে


স্বর্ণা: প্রকাশিত:  ০৫ জুন, ২০২৪, ০৭:৫৪ এএম

সংযুক্ত আরব আমিরাতের ৭১ হাজার শিক্ষার্থী চীনা ভাষা অধ্যয়ন করছে

 




চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সংযুক্ত আরব আমিরাতে চীনা ভাষা শিক্ষাদান ‘শত-স্কুল প্রকল্পে’র শিক্ষার্থীদের একটি চিঠির জবাব দিয়েছেন। চিঠিতে তিনি তাদের চীনা ভাষা ভালোভাবে শিখতে, চীনকে বুঝতে এবং চীন-ইউএই বন্ধুত্ব এগিয়ে নিতে অবদান রাখতে উৎসাহিত করেন।

সি চিন পিং লিখেছেন, তিনি তাদের প্রতিটি চিঠি পড়েছেন এবং চিঠি থেকে চীনা সংস্কৃতির প্রতি তাদের ভালবাসা এবং দু’দেশের বন্ধুত্বের জন্য তাদের প্রত্যাশা অনুভব করেছেন।

সি চিন পিং উল্লেখ করেছেন যে, তারা তাদের চিঠিতে বলেছেন যে, চীন এবং সংযুক্ত আরব আমিরাত ৪০ বছর ধরে ‘হাতে হাত মিলেয়েছে’ এবং আশা করেন যে চীন এবং সংযুক্ত আরব আমিরাত সবসময় ভাল বন্ধু হয়ে থাকবে। চীনা জনগণও একই ইচ্ছা পোষণ করে। তরুণরা চীন-আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। তাদেরকে চীনে এসে পান্ডা দেখতে, গ্রেটওয়ালে আরোহণ করতে এবং বড় হলে চীনা বিশ্ববিদ্যালয়ে পড়তে স্বাগত জানান তিনি। 

প্রেসিডেন্ট সি আশা করেন, আরও বেশি আমিরাতি কিশোর-কিশোরী চীনা ভাষা শিখবে, চীনা কিশোর-কিশোরীদের সাথে যোগাযোগ করবে, প্রত্যেকের কাছ থেকে শিখতে এবং আমাদের হৃদয়ে বন্ধুত্বের বীজ বপন করতে চীন-আরব সম্পর্কের জন্য সুন্দর ভবিষ্যত তৈরিতে অবদান রাখবে। 

২০১৯ সালের জুলাই মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং আবুধাবির তৎকালীন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে, ‘শত-স্কুল প্রকল্প’ আনুষ্ঠানিকভাবে চালু করার জন্য বেইজিংয়ে একটি সমঝোতাস্মারক স্বাক্ষর করে দু’দেশ। এ পর্যন্ত, সংযুক্ত আরব আমিরাতের ১৭১টি স্কুলে চীনাভাষার কোর্স চালু হয়েছে এবং ৭১ হাজার শিক্ষার্থী চীনা ভাষা অধ্যয়ন করছে। সম্প্রতি, সংযুক্ত আরব আমিরাতের ‘শত-স্কুল প্রকল্পে’র মডেল স্কুল হামদান স্কুল এবং ইয়াস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ৪০ জন প্রতিনিধি চীনা ভাষায় প্রেসিডেন্ট সি’কে চিঠি লেখেন। চিঠিতে তারা চীনা সংস্কৃতি ও চীনা ভাষার প্রতি তাদের আকুলতা এবং ভালবাসা প্রকাশ করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।