NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

বাফুফের কাছে বসুন্ধরা কিংসের আবদার


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৯:২৯ এএম

>
বাফুফের কাছে বসুন্ধরা কিংসের আবদার

দুই ম্যাচ আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনীও গত রাউন্ডে রানার্সআপ হয়েছে। আগামী সোমবার দুই দল কিংস অ্যারেনায় মুখোমুখি হবে। সেই ম্যাচে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন ট্রফি চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে। 

আজ শনিবার বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বরাবর চিঠি দিয়েছে। এই চিঠির অনুলিপি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ও কম্পিটিশন বিভাগকে দিয়েছে৷ চিঠিতে ২৫ জুলাই আবাহনী ম্যাচে ট্রফি চেয়েছেন তারা। এক ম্যাচ আগে থাকতে ট্রফি দেয়ার পেছনে তারা কারণ হিসেবে দেখিয়েছেন পরের ম্যাচ দুই দলের ঢাকার বাইরে এবং আবাহনী-কিংস ম্যাচে ফেডারেশন, মিডিয়ার উপস্থিতি থাকবে।

 

চিঠির শেষ অংশে বাফুফেকে হুমকিও দিয়েছে। ২৫ জুলাই বসুন্ধরা কিংস ট্রফি না পেলে পরবর্তীতে বাফুফে ট্রফি দিলেও তারা সেটি গ্রহণ করবে না বলে জানিয়েছে। প্রিমিয়ার লিগের কোনো দল লিগ চলাবস্থায় ট্রফি চাওয়ার নজির নেই। আধুনিক ফুটবল বিশ্বে সাধারণত লিগের শেষ ম্যাচে ট্রফি দেয়া হয়। এক ম্যাচ আগে থাকতে ট্রফি দিলে প্রশ্ন উঠার সুযোগ রয়েছে। যদিও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা থাকতেই ট্রফি দিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।