NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

রাখির অসুস্থতা নিয়ে যা বললেন তার সাবেক স্বামী আদিল


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ০৩:৩৬ পিএম

রাখির অসুস্থতা নিয়ে যা বললেন তার সাবেক স্বামী আদিল

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড নায়িকা রাখী সাওয়ান্তের অসুস্থতার খবর। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। হাতে নল লাগানো।

যদিও এবার রাখির অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার সাবেক স্বামী আদিল। তিনি রাখীর অসুস্থতার ঘটনাকে সম্পূর্ণই ‘নাটক’ বলেও অভিহিত করেছেন।

 

ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আদিল জানান, যে জেল যাওয়া থেকে রক্ষা পেতে রাখী সবন্ত অসুস্থ হওয়ার ‘নাটক’ করছেন। আদিল একটি মামলা করেছেন রাখীর বিরুদ্ধে তাদের ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগে।

সেই প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে যে রাখীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪ ও ৩৪ ধারার অধীনে মামলা করা হয়েছে। সেই সঙ্গে ইনফর্মেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্টের ৬৭ (এ) ধারাতেও মামলা রুজু হয়েছে।

 

আদিল ওই সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘কোনো ডাক্তারের রিপোর্ট নেই। কোনো চিকিৎসক কিছুই বলেননি। আমরা এও জানি না যে কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে, আমার মনে হয় রোগীদের সাধারণত অক্সিজেন মাস্কের দরকার পড়ে, তার (রাখী সাওয়ান্ত) তাও নেই। শুধুমাত্র পুলিশের কাছে খুব শিগগির আত্মসমর্পণ করতে হবে বলে এসব করছে। জেলে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে এসব স্রেফ নাটক।’

অন্যদিকে আরও বেশ কিছু সূত্রে জানা গেছে, তার জরায়ুতে টিউমার ধরা পড়েছে। বুকে ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও, রাখীর জরায়ুতে টিউমার ধরা পড়েছে বলে জানা যায়।

 

আপাতত তারই চিকিৎসা চলছে। শরীরের যে কোনো জায়গায় টিউমার ধরা পড়লেই চিকিৎসার প্রথম ধাপ হলো পরীক্ষা করে দেখা সেই টিউমার থেকে ক্যানসার হতে পারে কি না। প্রথমে সেইটা নির্ণয় করে নিয়েই শুরু হয় চিকিৎসা।

 

রাখীর ক্ষেত্রেও প্রথমে সেই সমস্ত পরীক্ষাই করা হচ্ছে। টেস্টের রিপোর্ট এলে তবেই বোঝা যাবে ঠিক কী হয়েছে রাখীর। আদৌ টিউমারটি বিপজ্জনক কি না বা ক্যানসারের সম্ভাবনা রয়েছে কি না।