খবর প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৮:১৪ পিএম
লা লিগার শিরোপা নিশ্চিত করার পরও থামেনি রিয়াল মাদ্রিদের জয়রথ। ঘরের মাঠে তো এক রকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রিয়াল। চলতি মৌসুমে লা লিগায় এখনো ঘরের মাঠে কোনো ম্যাচে হারেনি তারা। ২০১৯-২০২০ মৌসুমের পর এই প্রথম ঘরের মাঠে টানা অপরাজিত থাকলো কার্লো আনচেলত্তির দল।
চলতি মৌসুমে শুধু জয় নয়, মাঝেমধ্যে প্রতিপক্ষকে গোলবন্যায়ও ভাসায় রিয়াল। এবার ৩৬তম লিগ ম্যাচে আলাভেজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল মঙ্গলবার ১০ মিনিটে প্রথম গোল করেন জুড বেলিংহাম। এরপর ২৭ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন ভিনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১) রিয়ালকে ৩-০ তে এগিয়ে বিরতিতে নেন ফেডেরিকো ভালভার্দে।
ম্যাচের ৭০ মিনিটে এসে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি। এরপর আলাভেজের জালে শেষ পেরেকটি ঠুকে দেন আর্দা গুলার। এতে ৫-০ গোলের দারুণ জয় পায় রিয়াল।
চলতি মৌসুমে ৪ ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা জিতে নিয়েছে রিয়াল। লিগে এটি তাদের ৩৬তম শিরোপা। এরপর বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে আনচেলত্তির দল। আগামী ১ জনু ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।