NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

৩৩ বছর পর এক ফ্রেমে, কবে আসছে অমিতাভ-রজনীর সিনেমা?


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৮:৫১ পিএম

৩৩ বছর পর এক ফ্রেমে, কবে আসছে অমিতাভ-রজনীর সিনেমা?

একজন বলিউডের মেগাস্টার, আরেকজন দক্ষিণের। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় দুই সুপারস্টারও তারা। ক্যারিয়ারের শুরুতে একসঙ্গে কাজও করেছেন কিছু হিট চলচ্চিত্রে। এরপর গত ৩৩ বছর আর একসঙ্গে পর্দায় ফেরা হয়নি দুজনের।

বলছিলাম অমিতাভ বচ্চন ও রজনীকান্তের কথা। দীর্ঘ ৩৩ বছর পর অবশেষে এক হয়ে পর্দায় ফিরছেন এই জুটি।

 

শনিবার (৪ মে) সামাজিক মাধ্যমে রজনীকান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ। রজনীকান্তের সঙ্গে কোলাকুলি করছেন অমিতাভ, এমন একটি ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, ‘ভীষণ রকম সম্মানিত থালাইভা মহান রজনীকান্তের সঙ্গে ফের কাজ করতে পেরে।

বিন্দুমাত্র বদলাননি তিনি। এত বড়মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি সত্যিই সরল, বিনয়ী এবং খুব ভালো একজন বন্ধু।’

 

1
অমিতাভের ইনস্টাগ্রাম আইডি থেকে নেয়া

এদিকে দুই সুপারস্টারকে একসঙ্গে দেখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন উভয়ের ভক্তরা। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন ভালোবাসা।

একজন লিখেছেন, ‘বলিউডের শাহেনশাহ আর কলিউডের বাদশা।’ আরেকজন লিখেছেন, ‘এক ফ্রেমে দুই কিংবদন্তি।’ কেউ বা লিখেছেন, ‘মিস্টার অমিতাভ বচ্চন কাকা এবং মিস্টার রজনী স্যার, গডস অফ ট্যালেন্ট।’ অপর এক ভক্ত লিখেছেন, ‘দুটি মুখ যা ভারতীয় সিনেমাকে এক ফ্রেমে সংজ্ঞায়িত করেছে।’

 

প্রায় ৩৩ বছর আগে সর্বশেষ একফ্রেমে দেখা গিয়েছিল রজনীকান্ত ও অমিতাভকে।

সুপারহিট ‘হাম’ সিনেমায় অভিনয় করেছিলেন দুজন। এছাড়াও একসঙ্গে ‘আন্ধা কানুন’ এবং ‘গ্রেপ্তার’-এর মতো কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন দুজন। এবার অমিতাভ-রজনীকান্তকে একসঙ্গে দেখা যাবে ‘বেট্টায়ন’ শিরোনামের চলচ্চিত্রে। এর আগে এই প্রকল্পটিকে ‘থালাইভার ১৭০’ হিসেবেই ডাকা হতো। শোনা যাচ্ছে, রজনীকান্তের ৭৩তম জন্মদিনে মুক্তি পেতে চলেছে এটি। আর এই সিনেমা দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে অমিতাভের। দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরাও।