NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

প্রেসিডেন্ট সি'র সফর চীন-ইউরোপের সম্পর্ক ও উন্নয়নের জন্য সহায়ক হবে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০২:২১ এএম

প্রেসিডেন্ট সি'র সফর চীন-ইউরোপের সম্পর্ক ও উন্নয়নের জন্য সহায়ক হবে

 


চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ফ্রান্সে তাঁর আসন্ন রাষ্ট্রীয় সফরকালে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশন (ইসি)-র প্রেসিডেন্ট ভর ডের লেইনের সঙ্গে আলাদাভাবে বৈঠকে মিলিত হবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান ৩০ এপ্রিল বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র লিন বলেন, এবারের সফর চীন ও ইউরোপের সম্পর্কের কৌশলগত, স্থিতিশীল, ও গঠনমূলক উন্নয়নের জন্য সহায়ক হবে। এতে পারস্পরিক কল্যাণও বাড়বে। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও চীন-ইউরোপ সুসম্পর্ক গুরুত্বপূর্ণ।

মুখপাত্র আরও বলেন, গত বছর থেকেই চীন ও ইউরোপ সার্বিকভাবে বিভিন্ন পর্যায়ের বিনিময় পুনরায় চালু করেছে; সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রের সংলাপ ও সহযোগিতা সক্রিয় করেছে। এতে চীন-ইউরোপ সম্পর্কের স্থিতিশীলতা সুস্পষ্ট হয়েছে। এটি দু’পক্ষের স্বার্থ এবং আন্তর্জাতিক সমাজের যৌথ আশা-আকাঙ্ক্ষার সাথেও সঙ্গতিপূর্ণ।
লিন বলেন, চীন-ইউরোপ সম্পর্কের কৌশলগত তাৎপর্য ও বৈশ্বিক প্রভাব রয়েছে। বর্তমানের জটিল ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে, চীন ও ইউরোপের উচিত সঠিক পারস্পরিক চেতনা স্থাপন করা, পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার করা, মতৈক্য ও সহযোগিতার ওপর নজর দেওয়া, এবং বিদ্যমান মতভেদ দূর করা।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।