NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ ছবি


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ১১:৫০ এএম

আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ ছবি

বাংলা সিনেমার জনপ্রিয় জুটি পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ ও অভিনেত্রী ঋতুপর্ণা। উত্তম-সুচিত্রার পরে বাংলা ছবির ইতিহাসের সবচেয়ে সফল জুটি বলা হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন  ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর মতো সুপারহিট সিনেমা। শুধু তাই নয়, বানিজ্যিক সিনেমাই শুধু না দুজন মিলে বৈচিত্রময় গল্পের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

সেই সুত্রে দুজন ভালো বন্ধুও হয়ে উঠেছিলেন। তবে নতুন শতাব্দীর শুরুতেই দূরত্ব তৈরি হয় দুই বন্ধুর সম্পর্কে মাঝে। জানা যায়, ঋতুপর্ণার  কথায় নাকি মর্মাহত হয়েছিলেন বুম্বাদা। দুই তারকার ইগোই বাধা হয়ে দাঁড়ায় বন্ধুত্বের মাঝে।
তবে দুজনের মধ্যে সেই বরফ গলেছে।

 

বাংলা ছবির স্বার্থে শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে ফিরেছিল এই জুটি। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’এর পর প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৪৮তম ছবি ‘প্রাক্তন’। তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’।

এই জুটির ম্যাজিক যে আজও অটুট তা প্রমাণিত। এবার পর্দায় ৫০তম বার একসঙ্গে ঋতু-প্রসেনজিৎ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অযোগ্য’ ছবিতে জুটি বাঁধছেন দুজনে। ছবির নতুন পোস্টার সামনে এল গত রোববার।

 

 

 

সিনেমার  পোস্টারে কর্পোরেট লুকে ‘রক্তিম’ প্রসেনজিৎ, শার্টের উপর ব্লেজার চাপানো।

শাড়ি-সিঁদুরে গৃহবধূর বেশে ধরা দিলেন কৌশিকের পর্ণা অর্থাৎ ঋতুপর্ণা। দুজনের চোখের চাহনি রহস্যমাখা। সম্পর্কের টানাপোড়নে কৌশিকের ছবিতে বরাবর প্রাধান্য পেয়েছে, এই ছবিতেও তার অন্যথা হবে না। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘দৃষ্টিকোণ’। এরপর কেটেছে প্রায় ৫ বছর। লম্বা অপেক্ষার পর প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাফ সেঞ্চুরি।

 

 

 

বুম্বাদার কথায়, এর আগে এদেশের সিনেমার ইতিহাসে কোনও জুটি হাফ সেঞ্চুরি করেছে বলে মনে হয় না। আগেই নায়ক বলেছেন, ‘আমাদের কাজটা করতে খুব ভালো লেগেছে একসঙ্গে। ঋতুর সঙ্গে এটা আমার মাত্র ৫০তম ছবি তো! সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম, সেই কাঁধটা কৌশিকদার মধ্যে পেয়েছি। আমাদের জুটির ৫০তম ছবির ভারটা বহন করতে হবে তো! আশা করছি দর্শক এই ছবির জন্য অপেক্ষা করবে’। আর বেশিদিন নয়, আগামী ৭ জুন মুক্তি পাবে অযোগ্য। অর্থাৎ লোকসভা ভোট  শেষ হলেই সিনেমাহলে অযোগ্য নিয়ে হাজির হবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

ব্যাংক কর্মী রক্তিম মজুমদার ও তাঁর স্ত্রী পর্ণার দাম্পত্যের টানাপোড়ন নিয়েই এগোবে অযোগ্য। রক্তিমের চাকরি চলে যাওয়ায় তাঁদের সংসারের সমীকরণ হঠাৎই বদলে যায়। পরিস্থিতি কঠিন হয়, রক্তিমকে বাড়িতে থাকতে হয় এবং সন্তানের দেখাশোনা করতে হয়। এদিকে পর্ণাকে কাজ নিতে হয় ইনভেস্টমেন্ট ফার্মে। এরই মাঝে তাঁদের জীবনে এসে হাজির হয় প্রসেন। আর তাতে সাধারণ মধ্যবিত্ত ছন্দে চলতে থাকা এই মধ্যবিত্ত কাপলের জীবনের সমীকরণ নিয়ে এগিয়ে যাবে সিনেমার গল্প।