NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

রুশ হামলার আশঙ্কায় হাসপাতাল খালি করছে কিয়েভ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

রুশ হামলার আশঙ্কায় হাসপাতাল খালি করছে কিয়েভ

রুশ হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভের কর্মকর্তারা শুক্রবার দুটি হাসপাতাল খালি করার ঘোষণা দিয়েছেন।

কিয়েভ শহরের প্রশাসন বলেছে, জরুরিভাবে দুটি হাসপাতাল খালি করা শুরু হয়েছে। কারণ একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যেখনে প্রকৃতপক্ষে এই হাসপাতালগুলোতে শত্রুরা আক্রমণের ঘোষণা করছে।

প্রশাসন মস্কোর মিত্র বেলারুশের কেজিবি প্রধানের করা মন্তব্যের উল্লেখ করেছে, যিনি জাতীয় টেলিভিশনে বলেছেন, সামরিক কর্মীদের আশ্রয় দেওয়া ভবনগুলো ‘অসুস্থ শিশুদের পেছনে লুকিয়ে আছে’।

তাঁর এ মন্তব্য হাসপাতালগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হওয়ার আশঙ্কা তৈরি করেছে। তবে কিয়েভ দাবিটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও শত্রুর উসকানি’ বলেছে। পাশাপাশি ‘রাজধানীর সামাজিক অবকাঠামোতে আঘাত করার জন্য ব্যবহারের চেষ্টা’ বলে দাবিটির নিন্দা করেছে।

 

কিয়েভ বলেছে, দুটি হাসপাতালের মধ্যে একটি হলো শিশু হাসপাতাল, যা বোগাতিরস্কা রাস্তায় অবস্থিত।

এ ছাড়া প্রশাসন বলেছে, ‘কিয়েভ কর্তৃপক্ষ এখন রোগী ও চিকিৎসকদের রাজধানীতে অন্যান্য হাসপাতালে স্থানান্তরের জন্য যথাসাধ্য চেষ্টা করছে।’

 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনে যুদ্ধের শুরু থেকে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিরুদ্ধে কমপক্ষে এক হাজার ৬৮২টি আক্রমণ রেকর্ড করেছে। এপ্রিলের শুরুতে প্রকাশিত সংস্থার পরিসংখ্যান অনুসারে, এসব হামলার ফলে ১২৮ জন মারা গেছে এবং ২৮৮ জন আহত হয়েছে।