NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

রেশন চুরির অভিযোগে মার্কিন প্রশিক্ষিত সোমালি কমান্ডোদের আটক


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

রেশন চুরির অভিযোগে মার্কিন প্রশিক্ষিত সোমালি কমান্ডোদের আটক

সোমালিয়ার সরকার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া রেশন চুরির অভিযোগে একটি অভিজাত মার্কিন প্রশিক্ষিত কমান্ডো ইউনিটের বেশ কয়েকজন সদস্যকে সাময়িক বরখাস্ত ও আটক করেছে। সোমালি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তারা চুরির বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের অবহিত করেছে এবং তাদের তদন্তের ফলাফল জানানো হবে। এ ছাড়া একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন দুর্নীতির সব অভিযোগকে গুরুত্বের সঙ্গে নেয়।

 

কোনো মার্কিন সমর্থন ইতিমধ্যে স্থগিত করা হয়েছে কি না তা সরাসরি উল্লেখ না করে ওই এই কর্মকর্তা আরো বলেছেন, ‘ভবিষ্যত সহায়তাকে প্রভাবিত করতে পারে—ভবিষ্যতের এমন ঘটনাগুলো প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ও জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরির জন্য আমরা দানাবের সঙ্গে জড়িত হওয়ার জন্য উন্মুখ।’

রয়টার্সের তথ্য অনুসারে, দানাব ইউনিট আল-কায়েদা সংযুক্ত জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন সমর্থিত প্রচেষ্টার একটি মূল স্তম্ভ। যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে দানাবের জন্য পাঁচটি সামরিক ঘাঁটি তৈরি করতে ১০০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে সম্মত হয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্র ২০১৭ সালে আল-শাবাবের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়ার স্ট্রাইক ফোর্স হিসেবে কাজ করতে তিন হাজার শক্তিশালী সদস্যকে প্রশিক্ষণ দিতে ও সজ্জিত করতে সম্মত হয়েছিল।

গোষ্টীটি ২০০৬ সাল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে।

 

দানাব ২০২২ সাল থেকে সোমালি সামরিক বাহিনী ও সহযোগী মিলিশিয়াদের চালানো সামরিক আক্রমণে ব্যাপকভাবে জড়িত ছিল। এতে তারা প্রাথমিকভাবে মধ্য সোমালিয়ায় আল-শাবাবের কাছ থেকে বেশ কিছু অঞ্চল দখল করতে সফল হয়েছিল। তবে অভিযান গতি হারিয়েছে।

সরকারের মিত্র বাহিনী গ্রামীণ এলাকাগুলোকে ধরে রাখতে সংগ্রাম করছে এবং আল-শাবাব রাজধানী মোগাদিশুসহ বিভিন্ন এলাকায় বড় আকারের হামলা চালিয়ে যাচ্ছে।

 

ওয়াশিংটন ২০১৭ সালে সোমালিয়ার কিছু প্রতিরক্ষা সহায়তা স্থগিত করে। কারণ সামরিক বাহিনী খাদ্য ও জ্বালানির হিসাব দিতে অক্ষম ছিল। যুক্তরাষ্ট্রও আল-শাবাব জঙ্গিদের লক্ষ্য করে ঘন ঘন ড্রোন হামলা চালায়।