NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

যুক্তরাষ্ট্র প্রবাসী জসীম উদ্দীনের ভাই বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফারুক এর প্রয়াণে শোক


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৪, ০৯:৪৩ এএম

যুক্তরাষ্ট্র  প্রবাসী জসীম উদ্দীনের ভাই বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফারুক এর প্রয়াণে শোক

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ: বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের  সংগঠক ও বাংলাদেশ ছাএলীগের  সাবেক নেতা  মোজাম্মেল হক ফারুক গত ২০ এপ্রিল ২০২৪, শনিবার রাত ৮টায় কুমিল্লা তালপুকুরপাড় নিজ বাস ভবনে তার প্রয়াণ হয়েছে ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  প্রয়াণকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর ।প্রয়াণকালে এক পুএ,দুই কন্যা, নাতি - নাতনি, আত্মীয় - স্বজন সহ অসংখ্যক  গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের ১ম নামাজে জানাজা এদিন রবিবার সকাল ১১ টায় কুমিল্লা তালপুকুরপাড় জামে মসজিদে এবং ২য় নামাজে জানাজা হরিপুর নিজ গ্রামে দুপুর ১টায় অনুষ্ঠিত হয় এবং  পারিবারিক কবরস্থানে  তাকে সমাহিত করা করা হয় ।উল্লেখ্য, তিনি ১৯৭৩ সালে অনুষ্ঠিত  জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (সদর দক্ষিণ) আসনে জাসদ থেকে নির্বাচন করেছিলেন। মরহুমের  অনুজ বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক পত্রিকার সম্পাদক শহিদুল হক সেলিম দুই বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন।

মরহুমের  সহদোর অনুজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক ছাত্রনেতা, জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জাপা কেন্দ্রীয় সম্মেলেন প্রস্তুতি কমিটির সদস্য,মুলধারার বিশিষ্ট লেখক এবং অথর জসীম উদ্দীন দেশ ও প্রবাসে তার মেজু ভাই প্রয়াত  বীর মুক্তিযোদ্ধা  মোজাম্মেল হক ফারুক এর আত্মার মাগফেরাতের  কামনার জন্য সকলের নিকট দোয়া প্রর্থনা করেছেন।     বীর মুক্তিযোদ্ধা  মোজাম্মেল হক ফারুক এর  প্রয়াণে  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুর হক ইনু  ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ড.মীজানুর রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  প্রতিষ্ঠাতা  সাধারন   সম্পাদক এম এ সালাম,উপদেষ্টা ড  প্রধীপ কর, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা রমেশ নাথ,সাংবাদিক মোঃনাসির,লেখক ও কবি এবিএম সালেহ উদ্দীন,আমেরিকান প্রেসক্লাব  অব বাংলাদেশ অরিজিন-এর সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী,জেএসজি নেতা  শামসুউদ্দীন আহমেদ শামীম,জাতীয় সম্মিলিত ফোরাম-বাংলাদেশ ( জেএসএফ)র সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটন পৃথক পৃথথ বিবষতিতে  বীর মুক্তিযোদ্ধা  মোজাম্মেল হক ফারুক এর  প্রয়াণে গভীর শোক  প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করেছেন ।