NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ব্যস্ত সূচির চাপ কৌশলে সামলাবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১২:৩৩ এএম

>
ব্যস্ত সূচির চাপ কৌশলে সামলাবে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আগামী ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। এই পাঁচ বছরে উইন্ডিজ ছাড়া বাকিদের থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। টানা খেলার ধকল সামলাতে ক্রিকেটারদের জন্য রোটেশন পদ্ধতিতে হাঁটবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি ক্লান্তি এড়াতে কৌশলী ভাবনা টিম ম্যানেজমেন্টের সদস্যদদের নিয়েও।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ প্রসঙ্গে বলেন, ‘শুধু ক্রিকেটাররা না, টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারাও ব্যস্ততম সময় পার করবেন। যখন আমাদের এফটিপিটা চূড়ান্ত হবে আমরা বসে পরিকল্পনা করব, সবার ফাঁকা সময় নিয়ে আলোচনা করে পরিকল্পনা করতে হবে। এটার পরিকল্পনা প্রয়োজন, সূচি থাকতে হবে, কে কোথায় অংশগ্রহণ করবে, কে কোথায় পারবে না।’

 

২০২৩ থেকে ২০২৭ ক্রিকেটীয় ক্যালেন্ডারে বাংলাদেশ দল ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ৫১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ম্যাচ ১৪৪টি। এ সময়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। অতীতে বাংলাদেশ কখনোই এতো ম্যাচ পায়নি।

এদিকে ২৫-২৬ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে আইসিসির বার্ষিক সম্মেলন সপ্তাহ। সেখানে অংশ নিতে বিসিবি থেকে প্রতিনিধিত্ব করবেন সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন।

 

এই সভায় কী নিয়ে আলাপ হতে পারে তা জানাতে গিয়ে নিজামউদ্দিন বলেন,  ‘আসলে আইসিসির এবারের যে সভা সেটা হলো আইসিসির বার্ষিক সম্মেলন সপ্তাহ। মাননীয় বোর্ড সভাপতি ও আমি অংশ নিতে যাচ্ছি। এখানে যে বিষয়গুলো এসেছে তার বেশিরভাগই আমরা আগে আলোচনা করেছি। এগুলো সিদ্ধান্ত আগেই হয়ে আছে। ইতোমধ্যে আপনারা কিছু তথ্য পেয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে।’

সঙ্গে যোগ করেন তিনি, ‘কিন্তু মূল বিষয় হলো এই সভার এজেন্ডার মধ্যে এফটিপি আছে, ইভেন্ট এলোকেশন আছে, রুটিন বিষয়গুলোই মূলত আসছে। নতুন কিছু সেভাবে আসছে না। তারপরও সভায় গিয়ে যদি নতুন কিছু আসে তাহলে সেটা আপনারা আইসিসির মাধ্যমে জানতে পারবেন। যেহেতু আইসিসি সভাটা আয়োজন করছে।’