NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ভুয়া ভিডিও ভাইরাল, পুলিশের দ্বারস্থ আমির


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৪, ১০:১৯ পিএম

ভুয়া ভিডিও ভাইরাল, পুলিশের দ্বারস্থ আমির

সম্প্রতি একের পর এক ডিপফেক প্রযুক্তির শিকার হচ্ছেন ভারতীয় অভিনয়শিল্পীরা। রাশ্মিকা মান্দানা থেকে ক্যাটরিনা কাইফ কিংবা আলিয়া ভাট, ডিপফেকের শিকার হয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী। তবে এবার সেই তালিকায় নাম উঠল বলিউড অভিনেতা আমির খানেরও!

অভিনেত্রীদের মতো অশালীন ভিডিও নয়, অন্য ধরনের ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে আমির খানের। আর সেই ভিডিও ভাইরাল হতেই পুলিশের দ্বারস্থ হতে হয়েছে অভিনেতাকে।

 

 

বুধবার (১৯ এপ্রিল) আমির খানের অফিসের পক্ষ থেকে পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়। জানা গেছে, আমির খানের মুখ ব্যবহার করে একটি রাজনৈতিক দলের প্রচারের ভিডিও তৈরি করা হয়েছে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করেই আমিরের মুখ ওই ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে  দেখা গেছে, আমির খান ‘জুমলা’র থেকে সতর্ক থাকতে বলছেন।

অভিনেতাকে বলতে শোনা যায়, ‘ভারত একটি গরিব দেশ নয়। ভারতের প্রতিটি নাগরিক লাখপতি। প্রত্যেকের কাছে কম পক্ষে ১৫ লাখ টাকা থাকবেই। ’

 

তবে আমিরের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।

আমির এর আগে ‘সত্যমেব জয়তে’ টক শো সঞ্চালনা করতেন। সেখানে দেশের সামাজিক সমস্যাকে তুলে ধরতেন তিনি। ফেক ভিডিওতে আমিরের যে ফুটেজ দেখা গেছে, তাঁর আবহসংগীত এবং আমিরের অংশটি অভিনেতার টক শোয়ের প্রচারের ক্লিপিং থেকে নেওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাঁর কণ্ঠস্বরটি বদল করা হয়েছে।

 

আমিরের অফিস থেকে দাবি করা হয়েছে, অভিনেতার মুখ মর্ফ করে ভিডিও ব্যবহার করা হয়েছে।

তিনি এমন কোনও প্রচার ভিডিও শুট করেননি। আমির খানের অফিসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৩৫ বছরের বলিউড ক্যারিয়ারে আমির খান কখনও কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি। 

 

এদিকে আমিরের অফিস থেকে অভিযোগ পেতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯ (অন্যকে নকল করা), ৪২০ (প্রতারণা) সহ একাধিক ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।