NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

ইউরোপা থেকে বিদায়ে লিগে মনোযোগ লিভারপুলের


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৪, ১১:৫৬ পিএম

ইউরোপা থেকে বিদায়ে লিগে মনোযোগ লিভারপুলের

লিপারপুলের সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল ঘরের মাঠে প্রথম লেগেই। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গত রাতে দ্বিতীয় লেগে আতালান্তার মাঠে ১-০ গোলের জয়ও তাই ইউরোপা লিগ থেকে লিভারপুলের বিদায় ঠেকাতে পারেনি।

তবে মৌসুমের তো এখানেই শেষ নয়।

তাই ভেঙে না পড়ে ক্লপ ইউরোপা লিগের বিদায় থেকে অনুপ্রেরণা খুঁজছেন, 'নিজেদের কাজ অনেক কঠিন বানিয়ে ফেলেছিলাম আমরা (প্রথম লেগের পর)। তবে অনেক দিনের মধ্যে এই খেলাটা আমার ভালো লেগেছে। ছেলেরা যে নিবেদন, তাড়না ও শক্তি দেখিয়েছে, তা সত্যিই অসাধারণ।'

 

দ্বিতীয় লেগে ম্যাচের শুরুতেই মোহামেদ সালাহর পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল।

তাতে নাটকীয় কিছু একটার সম্ভাবনা উঁকি দিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। তবে এই মৌসুম শেষের আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে রাখা ক্লপ জানিয়েছেন, এখন সব মনোযোগ লিগে দিতে পারবে তাঁর দল।

 

লিভারপুল কোচ বলছিলেন, 'মিশ্র অনুভূতি এখন। অবশ্যই আমাদের চাওয়া ছিল ডাবলিনে যাওয়া (ইউরোপা লিগের ফাইনালে)।

তা হয়নি। খুবই হতাশ যে আমরা সেখানে যেতে পারিনি। তবে আমরা ভেঙে পড়িনি বা ক্ষুব্ধ নই। এখন একটিই প্রতিযোগিতা আছে আমাদের জন্য। আমরা সব মনোযোগ প্রিমিয়ার লিগে দিতে পারি এবং সেটিই আমরা করব।
'

 

প্রিমিয়ার লিগেও নিজেদের কাজটা কঠিন বানিয়ে রেখেছে লিভারপুল। সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে তারা। এই হারে নিজেদের শিরোপা ভাগ্য আর লিভারপুলের হাতে নেই। ওই ম্যাচের আগে শীর্ষে থাকা লিভারপুল এখন ৭১ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিনে। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে আর্সেনাল। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।