NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

কুয়াং চৌতে ১৩৫ তম ক্যান্টন মেলা শুরু


শিশির: প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ১০:২০ পিএম

কুয়াং চৌতে ১৩৫ তম ক্যান্টন মেলা শুরু

 

চীনের আমদানি ও রপ্তানি মেলা বা ১৩৫তম ক্যান্টন মেলা  ১৫ এপ্রিল চীনের কুয়াং তুং প্রদেশের কুয়াং চৌ শহরে শুরু হয়েছে। 

এবার ক্যান্টন মেলার প্রদর্শনী এলাকার আয়তন ১৫.৫ লাখ বর্গমিটার আর প্রদর্শন স্টলের সংখ্যা ৭৪ হাজার। ২৯ হাজার কোম্পানি এতে অংশগ্রহণ করছে এবং গত রোববার পর্যন্ত  মোট ২১৫টি দেশ ও অঞ্চলের ১ লাখ ৪৯ হাজার বিদেশি ক্রেতা মেলা পরিদর্শনের জন্য নিবন্ধন করেছেন। গত মেলার তুলনায় ক্রেতার সংখ্যা ১৭.৪ শতাংশ বেশি।

এবার ক্যান্টন মেলা ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত তিন পর্যায়ে অনুষ্ঠিত হবে। তিন পর্যায়ের থিম হলো যথাক্রমে ‘উন্নত নির্মাণ’, ‘উচ্চমানের গৃহসজ্জা’, এবং ‘সুন্দর জীবন’। নতুন জ্বালানি চালিত গাড়ি ও স্মার্ট পরিবহন, শিল্প অটোমেশন ও স্মার্ট নির্মাণ এবং নতুন জ্বালানি, এ তিনটি প্রদর্শনীর আয়তন আগের চেয়ে বেড়েছে।

ধারনা করা হচ্ছে, এবার ক্যান্টন মেলায় মোট ১০ লাখের বেশি নতুন পণ্য  প্রদর্শন করা হবে। এর মধ্যে সবুজ ও নিম্ন-কার্বন পণ্য এবং চীনের মেধাস্বত্ব পণ্য যথাক্রমে ৪.৫ লাখ ও ২.৫ লাখ।

১৩ এপ্রিল পর্যন্ত এবার মেলায় নিবন্ধিত মার্কিন ক্রেতার সংখ্যা, মধ্যপ্রাচ্য অঞ্চলের ক্রেতা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশের ক্রেতার সংখ্যা গত মেলার তুলনায় যথাক্রমে ২১.৪ শতাংশ ২৪.৭ শতাংশ ও ৪৫.৯ শতাংশ বেশি।
সূত্র:  চায়না মিডিয়া গ্রুপ।