NYC Sightseeing Pass
Logo
logo

বিশ্বকাপের থিম সং গাইলেন যাঁরা


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০১:০৪ এএম

বিশ্বকাপের থিম সং গাইলেন যাঁরা

সময় ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর ৫০ দিন পর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে কুড়ি ওভারের ক্রিকেটের এই আসর। এর মধ্যে আইসিসি জানিয়েছে বিশ্বকাপের থিম সং গেয়েছেন দুই সুপারস্টার শন পল ও কেস। 

গ্র্যামি পুরস্কার জেতা শন পল এবং সকা সুপারস্টার কেস একসঙ্গে গেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং।

 

 

ক্রিকেটের মাধ্যমে বিশ্বব্যাপী ক্যারিবিয়ান সংগীতের পরিচয় করিয়ে দেওয়ার আশার কথা  জানিয়েছেন শন পল, ‘ক্রিকেট সব সময়ই আমাদের সংস্কৃতির একটি প্রধান অংশ। তাই আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের একজন বড় ভক্ত। নাচের সাথে গানটি ক্যারিবিয়ান সংস্কৃতির একটি চমৎকার প্রদর্শনী হবে।

 

গানটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোভিত্তিক কেস দ্য ব্যান্ডের প্রধান গায়ক কেসও, ‘সব সময় আমাদের লক্ষ্য থাকে বিশ্বকে একত্র করা। তাই ক্রিকেটকে গানের সাথে মেশানোই ছিল আমাদের উদ্দেশ্য। এই সংগীতের স্পন্দন তৈরি করার জন্য শন পল, তানো এবং পুরো দলকে ধন্যবাদ। আশা করছি বিশ্বব্যাপী সবাই এই সংগীতটি গাইবেন এবং ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে পার্টি করবেন।

আমার তর সইছে না।’