NYC Sightseeing Pass
Logo
logo

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৯


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ১২:০৫ পিএম

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টায় টেক্সেইরা দে ফ্রেইতাস শহরে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে তারা হতাহত হয়।

দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ) জানায়, বাসটি ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের রিও ডি জেনেইরো থেকে বাহিয়া রাজ্যের পর্যটন শহর পোর্তো সেগুরোতে যাওয়ার সময় ভোর ৪টার দিকে রাস্তা থেকে ছিটকে পড়ে। বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল।

কর্তৃপক্ষ আহতদের অবস্থা বা নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

তবে দুই বাসচালক অক্ষত আছে বলে জানিয়েছে।

 

টেক্সেইরা দে ফ্রেইতাসের মেয়রের কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়, আহতদের মধ্যে একজন দুর্ঘটনার কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি হাসপাতালে মারা যায়। 

ব্রাজিলের গণমাধ্যম বিআর-১০১ মহাসড়কের পাশে পড়ে থাকা নীল ও সাদা রঙের বাসের ছবি প্রকাশ করেছে।

ব্রাজিলে যাতায়াতের জন্য সড়ক পথের ওপর ব্যাপক নির্ভরশীল হওয়ায় দেশটিতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে।