NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

পা ভাঙার ভয়ে বুমরাহর মুখোমুখি হন না সূর্যকুমার


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ০৬:২৩ পিএম

পা ভাঙার ভয়ে বুমরাহর মুখোমুখি হন না সূর্যকুমার

ইয়র্কার বিশেষজ্ঞ হিসেবে বেশ খ্যাতি আছে জসপ্রিত বুমরাহর। নতুন-পুরনো দুই ধরনের বলেই গত কয়েক বছরে গতির সঙ্গে ইয়র্কারের মিশেলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন তিনি। এ কারণে বুমরাহর মুখোমুখি হতে চান না সূর্যকুমার যাদব। আইপিএলে দুজনই খেলেন মুম্বাই ইন্ডিয়ানসে।

মুম্বাইয়ের সর্বশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দলের জয়ের পথে ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যকুমার। তার আগে ২১ রানে ৫ উইকেট নেন বুমরাহ।

 

এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে এবারের আইপিএলে ফিরেছেন সূর্যকুমার। ম্যাচ শেষে বুমরাহকে নিয়ে এক প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেন, ‘জসপ্রিত বুমরাহকে নিজেদের দলে পাওয়া সব সময়ই দারুণ।

আর গত দুই-তিন বছরে নেটে কখনোই আমি তার বোলিং খেলিনি, কারণ সে হয় আমার ব্যাট ভেঙে ফেলে, নয়তো পা।’

 

চোট কাটিয়ে ফিরতে পেরে খুশি সূর্যকুমার, ‘ওয়াংখেড়েতে ফিরতে পারা সব সময়ই দারুণ। স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পারা ছিল সবচেয়ে খুশির ব্যাপার। টুর্নামেন্ট শুরুর সময় মানসিকভাবে আমি এখানে ছিলাম, আমার শরীরটা ছিল বেঙ্গালুরুতে (জাতীয় একাডেমিতে)।

এখানে আসার পর মনে হয়েছে, আমি যেন এখানেই ছিলাম।’