NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

চাকরি হারানোর পর বেতনও পাননি হাফিজ


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ১০:৩৬ পিএম

চাকরি হারানোর পর বেতনও পাননি হাফিজ

ভারত বিশ্বকাপে ব্যর্থতার পর ব্যাপক পরিবর্তন আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। তৎকালীন চেয়ারম্যান জাকা আশরাফের নেতৃত্বাধীন কমিটি দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়। হাফিজ একই সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তবে দুই মাস পেরোতে গত ফেব্রুয়ারি মাসে ছাঁটাই করা হয় তাকে।

এখন জানা গেল, চাকরি হারালেও চুক্তির পুরো অর্থ বুঝে পাননি হাফিজ।

 

জাকা আশরাফের জায়গায় মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই চাকরি হারান হাফিজ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ জানান, তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করেছিল পিসিবি, কিন্তু নতুন নেতৃত্ব আসায় দুই মাস পরেই তাঁকে ছেঁটে ফেলা হলো।

নতুন খবর হলো, পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে জানিয়েছে, পিসিবির টিম ডিরেক্টরের পদ হারিয়ে এখনো চুক্তির পুরো অর্থ বুঝে পাননি হাফিজ।

এর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাও অন্তর্ভুক্ত। পাওনা টাকা উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছেন হাফিজ। কিন্তু মহসিন নাকভির ব্যবস্থার কারণে এখনো বিষয়টি সমাধান হয়নি।

 

বর্তমানে নিজের ভূমিকা কিছুটা বদলে ফেলেছেন হাফিজ।

পাকিস্তানের স্থানীয় টেলিভিশনে বিশেষজ্ঞ অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। তবে এখন পর্যন্ত পিসিবির সঙ্গে তাঁর অভিজ্ঞতা খোলাখুলি কিছু বলেননি তিনি।