একটি দুটি নয়, এবার ঈদে মোশাররফ করিম ও তানহা তাসনিয়ার ৯টি নাটক প্রচারিত হবে। ৯টি নাটকই নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। এরই মধ্যে সব কটি নাটকের শুটিং শেষ হয়েছে।
নাটকগুলো হলো আল আমিন স্বপন রচিত ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’; সুজিত বিশ্বাস রচিত ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংঘ’, ‘সত্য বলতে চাই’ এবং হারুন রুশো রচিত ‘চাকরিজীবী বউ’।