NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

ঘুমিয়ে ছিলেন ঘরে, উড়িয়ে নিল ঝড়! মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ০১:৪৫ এএম

ঘুমিয়ে ছিলেন ঘরে, উড়িয়ে নিল ঝড়! মৃত্যু

চীনের দক্ষিণাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে টাইফুনের আঘাতে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে তিনজন তাদের সুউচ্চ ভবনের অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে ছিলেন। কিন্তু তীব্র বাতাসের তোড়ে জানালা দিয়ে ভবনের নিচে পড়ে গিয়ে নিহত হন। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রবিবার ভয়াবহ ঝড় শুরু হয়।

ঝড়ের দমকা হাওয়ায় ওই উঁচু ভবনের দুটি অ্যাপার্টমেন্টের বড় জানালা ভেঙে উড়ে যায়। এ সময় নিজেদের বিছানায় ঘুমিয়ে ছিলেন তিনজন। ভাঙা জানালা দিয়ে প্রবেশ করা তীব্র বাতাসের তোড়ে তারা জানালা দিয়ে ভবনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

 

জিয়াংসির প্রাদেশিক জরুরি বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তর থেকে জানানো হয়, ৩১ মার্চ থেকে চলমান এই দুর্যোগপূর্ণ ঝোড়ো আবহাওয়া জিউজিয়াং ও নানচাংসহ মোট ছয়টি শহরের ওপর দিয়ে বয়ে যায়। এতে মোট ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, বুধবার পর্যন্ত প্রদেশে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করা  গিয়েছে এবং ৫৫২ জনকে জরুরিভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ে মোট দুই হাজার ৭৫১টি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ১৫০ মিলিয়ন ইউয়ান সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে চীনা আবহাওয়া অফিস ভয়াবহ ঝড়ের সতর্কতা জারি করেছে।