NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

নতুন পোস্টার প্রকাশ, কবে আসছে ‘জোকার ২’?


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ০১:৪৪ এএম

নতুন পোস্টার প্রকাশ, কবে আসছে ‘জোকার ২’?

এ বছরই পর্দায় আসছে জনপ্রিয় চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়েল ‘জোকার : ফোলি অ্যা ডিউক্স’। হোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে ইতিমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। অনুরাগীদের আগ্রহের পারদ আরো তুঙ্গে উঠল সদ্য প্রকাশিত জোকারের নতুন পোস্টার।

 

‘জোকার ২’-এর নতুন পোস্টার প্রকাশ করেছে নির্মাতা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। পোস্টার প্রকাশের পর এবার ভক্তরা অপেক্ষায় রয়েছেন সিনেমাটির ট্রেলারের। কবে আসবে বহু প্রতীক্ষিত ট্রেলার, সেই বিষয়েও জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

1
জোকারের সিক্যুয়েলের নতুন পোস্টার

মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশিত নতুন পোস্টারে ক্লাসিক বলরুমে আর্থার ফ্লেককে হার্লে কুইনের সঙ্গে নাচতে দেখা গেছে।

হোয়াকিনকে দেখা গেছে কালো টাক্সেডোতে, লেডি গাগাকে সাদা পোশাকে। তাঁরা দুজনেই ছিলেন ক্লাউন মেকআপে। সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, “পৃথিবী একটি মঞ্চ। ‘জোকার : ফোলি এ ডিউক্স’-এর টিজার প্রকাশ পাবে ৯ এপ্রিল।

 

‘জোকার : ফোলি এ ডিউক্স’-এ লেডি গাগা হার্লিন কুইনের চরিত্রে অভিনয় করেছেন। হার্লিন কুইঞ্জেল গোথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন। অপর দিকে আর্থার ফ্লেক ওরফে ‘দ্য জোকার’ হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন ফিনিক্স।

২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’ বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিল। ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর রেটেড’ সিনেমা হয়ে উঠেছিল।

১১টি অস্কারের মনোনয়ন পায় এটি। আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য হোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন।

 

টোড ফিলিপস পরিচালিত ‘জোকার : ফোলি এ ডিউক্স’ মুক্তি পাবে ২০২৪ সালের ৯ অক্টোবর।