NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

নদীর পাড়ে কাদায় শুয়ে থাকা জায়েদ কে ‘কপি’ করলেন ভক্ত, শেয়ার করলেন নায়ক


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৪:২৬ এএম

নদীর পাড়ে কাদায় শুয়ে থাকা জায়েদ কে ‘কপি’ করলেন ভক্ত, শেয়ার করলেন নায়ক

বেশ কয়েকবছর আগে শুটিং হয়েছে জায়েদ খান অভিনীত নতুন ছবি ‘সোনার চর’ এর। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এরইমধ্যে সিনেমাটির সেন্সর ছাড়পত্রও পেয়েছে।

সিনেমাটির মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত কোনো সিনেমা।

 

সিনেমাটি শুটিং হয়েছে বেশ কয়েক বছর ধরে। শুটিং হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই শেয়ার করেছেন এই অভিনেতা।

বছর দুয়েক আগে ছবিটির শুটিং হয়েছিল পিরোজপুরের কালিগঙ্গা নদীতে। কুমির আছে জানার পরও ওই নদীতে লাফ দিয়েছিলেন তিনি। সেটা নিয়ে শোরগোলও কম হয়নি। ওই সময় নদীর পাড়ে কাদায় শুয়ে থাকা জায়েদ খানের ছবিটি ভাইরাল হয়েছিল।
সিনেমার মুক্তির খবরে নতুন করে সামনে এসেছে ছবিটি।

 

তবে জায়েদ খানের ওই ছবিটি একইভাবে কপি করেছেন এক ভক্ত। একই রকমভাবে নদীর ধারে কাদায় শুয়ে থেকে একটা ছবি তুলেছেন সেই ভক্ত। তারপর জায়েদের ছবির সঙ্গে যুক্ত করে আপলোড করেছেন ফেসবুকে।

জায়েদও কম না।

ছবিটি শেয়ার করেছেন নিজের ফেসবুক আইডিতে। শেয়ার করে লিখেছেন, ‘‘আমাকে যে কপি করেছে তাকে হয়ত আমি চিনি না,কিন্তু তার এ চেষ্টা আমাকে আনন্দিত করেছে। হলে এসে ঈদে সবাই দেখবেন ‘সোনার চর।’

 

সেই ছবির নিচে প্রায় সোয়া এক হাজার মন্তব্য এসেছে। রিঅ্যাকশন এসেছে প্রায় ১০ হাজার। শেয়ারও করেছেন বেশ কয়েকজন ভক্ত।

জানা যায়, ‘সোনার চর’ সিনেমার কাহিনী ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।

সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন,পাপিয়া মাহি।