NYC Sightseeing Pass
Logo
logo

৫৩১ রানে থামল শ্রীলঙ্কার ইনিংস


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০১:১৯ এএম

>
৫৩১ রানে থামল শ্রীলঙ্কার ইনিংস

যেন হাঁফ ছেড়ে বাঁচলেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ম্যারাথন ব্যাটিং যে শেষ হয়েছে ১৫৯ ওভার পর।

সর্বশেষ কবে এতো ওভার বোলিং করেছেন মনে করতে একটু কষ্টই হওয়ার কথা তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের। শেষ ব্যাটার হিসেবে আসিথা ফার্নান্দো রান আউট স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৫২১ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। সঙ্গীর অভাবে টানা তৃতীয় সেঞ্চুরি পাওয়া হয়নি কামিন্দু মেন্ডিসের। একপ্রান্তে ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি।

 

একটু অবাক করা হলেও সত্য, শ্রীলঙ্কার ৫২১ রানের বড় সংগ্রহে কোনো সেঞ্চুরি নেই।

হাফ সেঞ্চুরি ছয়টি। কামিন্দু নব্বইয়ের ঘরে অপরাজিত থাকলেও ৯৩ রান করে আউট হন কুশল মেন্ডিস। এছাড়া দিমুথ করুনারত্নে ৮৬, ধনঞ্জয়া ডি সিলভা ৭০, দিনেশ চান্দিমাল ৫৯ ও নিশান মাধুশকা ৫৭ রান করেন।

 

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন সাকিব আল হাসান।

দুই উইকেট নেন হাসান মাহমুদ।