আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার কৃষ্ণনগর থেকে তাঁর প্রচারণা শুরু হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী সপ্তাহে রাজ্যের উত্তরবঙ্গে একটানা প্রচারণা চালানোর কথা রয়েছে মমতার। ৩ থেকে ৮ এপ্রিল সেখানে অবস্থান করে প্রচারণায় অংশ নেবেন তিনি।