NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

বুর্জ খলিফায় নয়, টাইমস স্কয়ারের জন্মদিন পালন করলেন শাকিব ভক্ত


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০২:৩৯ পিএম

বুর্জ খলিফায় নয়, টাইমস স্কয়ারের জন্মদিন পালন করলেন শাকিব ভক্ত

কয়েক দিন আগেই ঘোষণা দেওয়া হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় প্রচারণার মধ্য দিয়ে শুরু হবে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাজকুমার’ ছবির প্রচার। এ জন্য বেছে নেওয়া হয়েছিল আজ ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনকে। কিন্তু সেসবের কিছুই হয়নি। ‘রাজকুমার’ ছবির প্রযোজকের কথা সত্যি হয়নি।

ফলে দিনজুড়ে অপেক্ষায় থেকে হতাশ হতে হয়েছে শাকিব ভক্তদের।

 

তবে সেটা অনেকটাই পুষিয়ে দিয়েছে শাকিব খানের একদল ভক্তের কাণ্ড। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে পালিত হলো ঢাকাই সুপারস্টার শাকিব খানের জন্মদিন! স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী এফ এ ফারজানা নামে শাকিব খানের এক ভক্ত তাঁকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিন পালন করেন। সেখানে তিনি কেকও কেটেছেন।

টাইমস স্কয়ারে কেক কেটে উযদাপনের পাশাপাশি শাকিব ভক্তরা মিলে বিলবোর্ডেও জন্মদিনের শুভেচ্ছা জানান।

 

সেসব ছবি পোস্ট করে সেই ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে গ্লোবাল সুপারস্টার শাকিব খান। একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বহির্বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম।

এরপর বিশ্বাস রাখি আরো বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খানকে উপস্থাপন করব।’

 

গণমাধ্যমকে ফারজানা জানান, তিনি দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। একটি ল ফার্মে তিনি কর্মরত। তিনি শাকিব খানের অনেক বড় ভক্ত।

উনি ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ভক্তরা কেক কেটেছেন, শাকিব খানের জন্মদিন পালন করেছেন।