NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি কমলা হ্যারিসের


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ০৬:২৩ পিএম

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি কমলা হ্যারিসের

দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলা নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ইসরায়েলের উদ্দেশে বলেছেন, রাফাহ শহরে কোনো ধরনের বড় সামরিক অভিযান চালানো ‘বড় ধরনের ভুল’ হবে। রাফাহ শহরে স্থল হামলা চালালে ইসরায়েলকে ‘পরিণাম’ ভোগ করতে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কমলা হ্যারিস গত রবিবার মার্কিন সংবাদমাধ্যম এবিসিতে প্রচারিত এক সাক্ষাত্কারে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে শহরটিতে অগ্রসর হওয়া ‘বড় ধরনের ভুল’ হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের এসব মন্তব্য গাজায় সংঘাত অব্যাহত থাকায় ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে সম্পর্কের ক্রমাগত উত্তেজনার ওপর আলোকপাত করছে বলেই মনে হচ্ছে।

 

যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের অন্য মিত্র দেশগুলোও রাফাহ শহরে আগ্রাসন নিয়ে ইসরায়েলকে সতর্ক করে আসছে। মিসরের সীমান্তবর্তী ওই শহরে ১০ লাখের বেশি বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে। 

চলতি সপ্তাহে কমলা হ্যারিস এবিসিকে বলেন, ‘আমরা একাধিক আলোচনায় এবং প্রতিটি উপায়ে খোলাসা হয়েছি যে রাফাহতে যেকোনো বড় সামরিক অভিযান একটি বড় ধরনের ভুল হবে।

আমি সেখানকার ম্যাপগুলো পর্যবেক্ষণ করে দেখেছি। এসব মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই। আর আমরা রাফাহতে অবস্থানরত প্রায় ১৫ লাখ মানুষ দেখছি। যারা শহরটিতে অবস্থান করছে, কারণ তাদের সেখানেই যেতে বলা হয়েছিল।

 

জনাকীর্ণ শহরটিতে ইসরায়েলি অভিযান চালানো হলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না।’ তবে এই ধরনের প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বৃহস্পতিবার বলেছেন, রাফাহ শহরে একটি বড় ধরনের হামলা ‘ভুল’ ও ‘অপ্রয়োজনীয়’।

এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। আল-শিফা হাসপাতালে ইসরায়েলি ট্যাংক এবং সাঁজোয়া বুলডোজার কমপক্ষে চারটি মরদেহ ও অ্যাম্বুল্যান্সকে পিষে দিয়েছে বলে সেখান থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা অভিযোগ করেছে।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-আমাল ও নাসের হাসপাতালও ঘিরে  রেখেছে।

 

উত্তর গাজায় আর ইউএনআরডাব্লিউএর খাদ্য বহনকারী গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জাতিসংঘকে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার ৭০ শতাংশ মানুষ তীব্র মাত্রায় খাদ্য ঘাটতিতে ভুগছে।