NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

শাহরুখের সঙ্গে সেলফি, আসছে উরফির সিনেমা


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

শাহরুখের সঙ্গে সেলফি, আসছে উরফির সিনেমা

নিয়মিত বিতর্কে থাকাটাই যেন একমাত্র কাজ তার! নিত্যনতুন বিতর্কিত পোশাক পরে হাজির হন ক্যামেরার সামনে। আর সেই আলোচনায় বুঁদ হয়ে থাকেন নেটিজেনরা। গত এক বছর ধরে উরফি জাভেদ ধারাবাহিকভাবেই আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন। চমক দেওয়াটাই যেন একমাত্র কাজ সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদের! তবে এবার ভিন্ন কারণেই চমকে দিলেন তিনি।

বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন এই মডেল। সেই ছবি নিয়েই এখন জল্পনাকল্পনা সবার। 

 

সম্প্রতি উরফির সঙ্গে দারুণ এক ঘটনা। এক অনুষ্ঠানে শাহরুখ খানকে সামনে পেয়ে নিজেকে সামলাতে পারলেন না উরফি।

ব্যস, বাদশাহর সঙ্গে সেলফি তুলে ফেললেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখ খানের সঙ্গে সেলফিটি শেয়ার করেছেন উরফি। সাদা-কালো সেলফি শেয়ার করে উরফি লিখেছেন, ‘প্রিয়জনের সঙ্গে দেখা হয়েছে।’ ছবিতে সাদা রঙের শার্টে দেখা গেছে কিং খানকে।
উরফি পরেছিলেন কালো টপ। 

 

যদিও শাহরুখ আর উরফির এই সেলফি দেখে নানা প্রশ্ন উঠেছে ভক্তদের মনে। কেউ মনে করছেন, আগামীতে দুজনকে একসঙ্গে কোনও প্রজেক্টে দেখা যেতে পারে। কেউ বা বলছেন, ছবিটা ভুয়া। তবে এই বিষয়ে উরফি বিস্তারিত কিছু জানাতে চাননি।

 

1
উরফি জাভেদ

সদ্যই অ্যামাজন প্রাইম ভিডিওর আসন্ন সিরিজ ও চলচ্চিত্রের প্রোমোতে দেখা গেছে উরফি জাভেদের নতুন শোয়ের নাম। শো’টির নাম  ‘ফলো কর লো ইয়ার’। এই শো-এর মূল ফোকাস হবে উরফির ফ্যাশন! এ ছাড়া বলিউডে অভিষেক হতে যাচ্ছে উরফি জাভেদের। একতা কাপুরের নতুন চলচ্চিত্র ‘লাভ সেক্স ধোকা’র দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে উরফিকে। এই সিনেমা দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। এটি পরিচালনা করছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। সিনেমাটির ফার্স্টলুক শেয়ার করে সুখবর দিয়েছেন উরফি নিজেই।

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন। অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনই বিশেষ মাথা ঘামাননি। তাঁর পাখির চোখ বরাবরই ছিল বলিউডের পর্দাই। দু-একটা পাঞ্জাবি ছবিতেও অবশ্য অভিনয় করেছিলেন তিনি। এবার বলিউডের পর্দায়।