NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

রোনালদোকে ছাড়া পর্তুগালের গোল উৎসব


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:২৪ এএম

রোনালদোকে ছাড়া পর্তুগালের গোল উৎসব

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালকে ছাড়া খেলতে নেমে ঘরের মাঠে সুইডেনের জালে গোল উৎসব করেছে পর্তুগাল।  ৫-২ গোলে জয় পেয়েছে রবের্তো মার্তিনেসের দল।

এই ম্যাচ দিয়ে চার মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরে পর্তুগাল। তবে দলীয় পারফরম্যান্সে মরচে পড়েনি।

যদিও সামনে ইউরোর মতো বড় আসর থাকায় এই ম্যাচে রোনালদোর পাশাপাশি ছিলেন না জোয়াও কানসেলো, জোয়াও ফেলিক্স, রুবেন নেভেস, দিয়াগো দালোত, ভিতিনিয়ারার মতো ফুটবলাররা।

 

ম্যাচের ২৪ মিনিটে রাফায়েল লিওর শটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। ৩৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নুনেজ। এখানেই শেষ নয়, বিরতি যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেজ।

 

৫৭ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে লেয়াওয়ের বদলি নামা ব্রুমা। পরের মিনিটে একটি গোল শোধ করেন সুইডেনের ভিক্টর ইয়োকেরেস। ডান দিক থেকে সতীর্থের পাসে দূরের পোস্টে বলে পা ছুঁয়ে জালে পাঠান তিনি। দুই মিনিট পরই অবশ্য ব্যবধান ফের বাড়িয়ে নেন রামোস।

সেমেদোর পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হেডে সুইডেনের দ্বিতীয় গোলটি করেন গুস্তাফ নিলসন।