শুরু হয়েছে গতকাল বুধবার রাত থেকেই। দুই নায়িকার ফেসবুক যুদ্ধ। চলছে পাল্টাপাল্টি পোস্ট। তাঁরা হলেন চিত্রনায়িকা পরীমনি ও শবনম বুবলী।
খবর প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ১০:২০ এএম
শুরু হয়েছে গতকাল বুধবার রাত থেকেই। দুই নায়িকার ফেসবুক যুদ্ধ। চলছে পাল্টাপাল্টি পোস্ট। তাঁরা হলেন চিত্রনায়িকা পরীমনি ও শবনম বুবলী।
বুবলীর সেই ভিডিও প্রকাশের পরপরই গতকাল মধ্যরাতে নিজের ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কিন্তু পুরো স্ট্যাটাসে কোথাও বুবলীর নাম মেনশন করেননি তিনি। তবে কারো বুঝতে বাকি নেই যে পোস্টটি বুবলীকে ইঙ্গিত করে করা?
নিজের স্ট্যাটাসে পরীমনির দাবি, প্রায় ছয় মাস আগে তাঁর সন্তান পুণ্যকে নিয়ে বানানো ভিডিওকে ‘কপি’ করেই বানানো হয়েছে বুবলীর সন্তানের সেই ভিডিও। অবশ্য পরীমনির পোস্টের পর বুবলীও আলাদা করে পরীকে ইঙ্গিত করে পোস্ট করেছেন।
এবার সেই পোস্টকে গরুর রচনার সঙ্গে তুলনা করলেন পরীমনি।
দুই নায়িকার পোস্টেই কমেন্ট করেছেন ভক্ত ও অনুরাগীরা। দুই নায়িকার পোস্টেই সবার অনুরোধ―এবার থামলে ভালো লাগে।