NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছে আরো ছয় শতাধিক রোহিঙ্গা


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ১১:৩১ এএম

যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছে আরো ছয় শতাধিক রোহিঙ্গা

যুক্তরাষ্ট্র ও কানাডায় যাওয়ার সুযোগ পাচ্ছে আরো ছয় শতাধিক রোহিঙ্গা। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র পাঁচ শতাধিক ও কানাডা ১১৭ জন রোহিঙ্গা নেবে। এর আগেও কয়েকজন রোহিঙ্গা নিয়েছে দেশ দুটি।

কানাডা সরকার যাদের নিচ্ছে, এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা ছাড়পত্র পেলেই তারা উড়াল দিতে পারবে কানাডায়। আর যুক্তরাষ্ট্র ৫০৩ জন রোহিঙ্গা নিতে পারে। গত দুই বছরে যুক্তরাষ্ট্র ও কানাডায় ৮৬ জন রোহিঙ্গার আশ্রয় মিলেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, যেসব রোহিঙ্গার কোনো স্বজন নেই, অসহায় এমন দেখে কানাডা ও আমেরিকা নেওয়ার জন্য নির্বাচন করা হচ্ছে। ২০২২ সালের এপ্রিল মাসে প্রথম দফায় কানাডা সরকার নিহত মুহিবুল্লার পরিবারের সদস্যসহ ২৪ জনকে নিয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্র সরকার একই বছর ডিসেম্বর মাসে আরো ৬২ জনকে নিয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন করে ১১৭ জন রোহিঙ্গাকে নিরাপত্তা ছাড়পত্রের জন্য কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোহিঙ্গাদের তালিকা পাঠিয়ে জরুরি নিরাপত্তা ছাড়পত্রের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠাতে বলা হয়েছে।